• হিংসার আড়াই বছর পর আজ মণিপুরে মোদি
    বর্তমান | ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • ইম্ফল: অশান্তি শুরুর আড়াই বছর পর অবশেষে আজ মণিপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২৩ সালে জাতিগত হিংসায় জ্বলে উঠেছিল উত্তর পূর্বের এই রাজ্য। এখনও অশান্তির কালো মেঘ কাটেনি। একাধিকবার প্রধানমন্ত্রীকে মণিপুরে যাওয়ার অনুরোধ করা হয়। অবশেষে চাপের মুখে সেখানে যাচ্ছেন মোদি। 

    মণিপুরের মুখ্যসচিব পুণীত কুমার গোয়েল জানিয়েছেন, শনিবার একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। মোট ৮ হাজার ৫০০ কোটির টাকার প্রকল্প উদ্বোধন হবে তাঁর হাত ধরে। কেবল চুড়াচাঁদপুরেই ৭ হাজার ৩০০ কোটি টাকার প্রকল্প বরাদ্দ হয়েছে। জানা গিয়েছে, চুড়াচাঁদপুরে কয়েকজন বাস্তুহীন মানুষের সঙ্গে দেখা করবেন মোদি। পাশাপাশি একটি জনসভায় ভাষণ দেবেন। রাষ্ট্রপতি শাসনের অধীনে প্রধানমন্ত্রী সেখানে কী বলেন, তার উপর নজর থাকবে রাজ্যবাসীর। এরপর ইম্ফলে গিয়ে ১ হাজার ২০০ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন। মোদির সফরকে কটাক্ষ করতে ছাড়েননি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, ‘মণিপুর অনেকদিন ধরেই সমস্যার মধ্যে রয়েছে। এখন গিয়ে দেখা করা কোনও বড় ব্যাপার নয়। বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হল ভোট-চুরি।’ 

    শনিবার মণিপুর ছাড়াও উত্তর পূর্বের আরও দুই রাজ্যে যাবেন প্রধানমন্ত্রী। সফর শুরু করবেন মিজোরাম দিয়ে। সেখানে ৯ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন তিনি। এরপর মণিপুরে। সেখান থেকে অসমে ভূপেন হাজারিকার জন্মশতবর্ষ উদযাপনে যোগ দেবেন মোদি। ১৪ সেপ্টেম্বর অসমে ১৮ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন। ১৫ সেপ্টেম্বর কলকাতায় সশস্ত্র বাহিনীর কনফারেন্সে যোগ দেবেন। তাপর বিহারের পূর্ণিয়া বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন উদ্বোধনও করবেন। ফাইল চিত্র
  • Link to this news (বর্তমান)