• প্রকৃত উন্নয়নের জন্য মানুষের কথা ভাবতেই হবে: ভাগবত
    বর্তমান | ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘আমি’র পরিবর্তে ‘আমরা’ হিসেবে ভাবনাচিন্তা করলেই বহু সমস্যার সমাধান হবে। গোটা বিশ্ব এখন নানাবিধ সমস্যার সমাধান চাইছে। বহু সমস্যার সমাধান অনেকেই খুঁজে পায় না। তার কারণ হল, তারা শুধু নিজেকেই ভাবে। আমি কী চাই, আমার কী প্রয়োজন, আমি কী মনে করি ইত্যাদি। এই ভেবেই কাজ করা একটা প্রবণতা। কিন্তু তার পরিবর্তে যদি প্রতিটি সিদ্ধান্ত গ্রহণের আগে চিন্তা করা যায়, মানুষ কী চায়। মানুষ কী ভাবছে। সকলের জন্য কোনটা ভালো হবে, সেটাই প্রকৃত সমাধান ও উন্নয়ন আনবে। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের সরসংঘচালক মোহন ভাগবত শুক্রবার নাগপুরে এই মন্তব্য করেছেন। রাজনৈতিক মহলের একাংশের  ব্যাখ্যা, তিনি বিশ্বের মানবজীবনের এই প্রবণতার কথা বলতে চাইলেও আসলে তাঁর কথায় দ্ব্যার্থবোধক বার্তাও আছে। মোদি সরকারকেই কি তিনি কিছু বার্তা দিলেন? অর্থাৎ জনগণের কথা ভেবেই যেন সিদ্ধান্ত নেওয়া হয়? ২৪ ঘণ্টা আগেই ভাগবতের ভূয়সী প্রশংসা করেছেন নরেন্দ্র মোদি। ভাগবতের জন্মদিনে মোদি বলেছেন, ২০০৯ সাল থেকে ভাগবতের যাত্রা শুরু হয়েছিল সরসংঘচালক হিসেবে। আর এই গোটা সময়কাল সংঘের ইতিহাসে সবথেকে তাৎপর্যপূর্ণ এক ক্রান্তিকাল। সংঘ এভাবেই শতবর্ষের দিকে এগিয়ে গিয়েছে। প্রসঙ্গত আগামী বিজয়দশমীতে সংঘের শতবর্ষ উৎসব শুরু হবে। ভাগবতের এদিনের অন্য বক্তব্য অবশ্য মোদিকে খুশি করবে। তিনি বলেছেন, ভারতকে যারা ভয় করে, তারাই শুল্ক চাপায়। আমেরিকাকে পরোক্ষে আক্রমণ করে সরসংঘচালক বলেছেন, ভারত যে ক্রমেই শক্তিশালী হচ্ছে এটা বিশ্ব বুঝতে পেরেছে। আর ভারত যদি শক্তিশালী হয়, তাহলে কিছু দেশের অবস্থা কী হবে সেটাও তারা জানে। সেই কারণেই এই শুল্ক চাপানো হয়েছে। ভারতকে এত ভয় কীসের? প্রশ্ন ভাগবতের। ছবি: পিটিআই
  • Link to this news (বর্তমান)