• ১৫তম উপরাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ রাধাকৃষ্ণনের
    বর্তমান | ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শুক্রবার রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে শপথ নিলেন চন্দ্রপূরম পুন্নুস্বামী রাধাকৃষ্ণন। দেশের ১৫ তম উপরাষ্ট্রপতি। প্রথা মেনে শপথ বাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তবে এদিন রাষ্ট্রপতি ভবনের ‘গণতন্ত্র মণ্ডপে’ (আগে যার নাম ছিল দরবার হল) ঘটল বেনজির ঘটনা। সকাল ১০ টায় শপথ গ্রহণ অনুষ্ঠান থাকলেও তা শুরু হল ছ’মিনিট দেরিতে। ঘড়ির কাঁটায় তখন ১০ টা বেজে তিন মিনিট। সবাই উঠে দাঁড়ালেন। সংসদ টিভিতে চলছিল ‘লাইভ’। সেখানে ঘোষিকা ঘোষণাও করলেন রাষ্ট্রপতিজি আসছেন। তাই সবাই উঠে দাঁড়িয়েছেন। কিন্তু আদতে দেখা গেল, আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

    শপথ অনুষ্ঠানে বিজেপি বিরোধীদের আমন্ত্রণ জানানো হলেও তেমন গুরুত্বই দেওয়া হয়নি বলে উঠল অভিযোগ। রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে বসতে দেওয়া হল দ্বিতীয় সারিতে। তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েনের জায়গা হল পিছনের দিকে পঞ্চম সারিতে। তবে সরকারের শরিক অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর জায়গা একেবারে প্রথম সারিতে। 

    মোদি বসার পর ১০ টা বেজে ছ’ মিনিটে এলেন দ্রৌপদী মুর্মু। জনগণমন বেজে ওঠার পর ইংরেজিতে শপথ বাক্য পাঠ করলেন নতুন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন। আরএসএসের ভাবধারায় বেড়ে ওঠা তামিলনাড়ুর এই ব্যক্তিত্ব ছিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল। শুক্রবার থেকে নতুন পরিচয় ভারতের উপরাষ্ট্রপতি। দ্বিতীয় সর্বোাচ্চ সাংবিধানিক পদ। শপথ নিয়ে নিজের সিঁদুররঙা হাফহাতা পাঞ্জাবির ডান পকেট থেকে বের করার চেষ্টা করলেন কলম। সই করতে হবে রাষ্ট্রপতি ভবনের খাতায়। কিন্তু রাষ্ট্রপতির সচিব তাঁকে ইশারা করলেন, নিজের কলম নয়। খাতার পাশে রাখা নির্দিষ্ট পেন দিয়েই সই করতে হয়। সেটিই করলেন রাধাকৃষ্ণন। 

    শপথের পর জলপানের ব্যবস্থা। এদিন অনুষ্ঠানে হাজির ছিলেন স্বস্ত্রীক প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার। ইস্তফা দেওয়ার ২১ দিন পর প্রকাশ্যে এলেন তিনি। তাই তাঁকে নিয়ে এদিন আগ্রহ ছিলই। ছিল গুঞ্জনও। যদিও কেউই তাঁর কাছে জানতে চাননি, ঠিক কী কারণে গত ২১ জুলাই আচমকা ইস্তফা দিলেন? প্রাক্তন আরও দুই উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু এবং হামিদ আনসারি ছিলেন দর্শকাসনের প্রথম সারিতে। উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর পদাধিকারবলে রাজ্যসভার চেয়ারম্যানের দায়িত্বও এদিন গ্রহণ করলেন রাধাকৃষ্ণন। সংসদ ভবনে গিয়ে বুঝে নিলেন দায়িত্বভার। 
  • Link to this news (বর্তমান)