আমেদাবাদ: গুজরাতে বিমান বিভ্রাট। টেক অফের ঠিক পরেই খুলে পড়ে গেল বিমানের চাকা। শুক্রবার দুপুরে গুজরাতের কান্দালা বিমানবন্দরে এই ঘটনা ঘটে। স্পাইসজেটের কিউ-৪০০ টার্বোপ্রপ মডেলের ওই বিমানটি মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিল। আকাশে ওড়ার প্রায় সঙ্গে সঙ্গে বিমানটির একটি চাকা খুলে রানওয়েতেই পড়ে যায়। তবে ওই অবস্থাতেই পাইলট বিমান নিয়ে মুম্বইয়ে উড়ে যান। বিমানটি যাতে নিরাপদে ল্যান্ডিং করতে পারে, তার জন্য মুম্বই বিমানবন্দরে জরুরি অবস্থা জারি করা হয়। শেষ পর্যন্ত নিরাপদেই পাইলট বিমানটিকে ‘ইমার্জেন্সি ল্যান্ডিং’ করান।
স্পাইসজেটের এক মুখপাত্র জানান, নিরাপদেই বিমানটি মুম্বইয়ে অবতরণ করেছে। এরপর যাত্রী ও বিমানের ক্রু’দের নিরাপদে বের করে আনা হয়েছে। সকলেই নিরাপদে রয়েছে। কী কারণে চাকা খুলে গেল, তা তদন্ত করে দেখা হচ্ছে। মুম্বই বিমানবন্দর কর্তৃপক্ষও জানিয়েছে, বিমানটিকে নিরাপদে অবতরণের জন্য সব ধরনের ব্যবস্থা করা হয়েছিল। অবতরণের কিছুক্ষণের মধ্যেই জরুরি অবস্থা তুলে নেওয়া হয়। এদিন ওই বিমানটির এক যাত্রীর ক্যামেরায় চাকা খুলে যাওয়ার দৃশ্য ধরা পড়েছে। এরপরই ওই যাত্রী ‘চাকা খুলে গিয়েছে’ বলে চিত্কার শুরু করেন।
গত বুধবারও স্পাইসজেটের একটি বিমানে সমস্যা দেখা দেয়। বোয়িং ৭৩৭-৮ মডেলের ওই বিমানটির দিল্লি থেকে কাঠমাণ্ডু যাওয়ার কথা ছিল। কিন্তু উড়ানের আগে পাইলটদের সন্দেহ হয়, টেল পাইপে আগুন ধরে গিয়েছে। তাঁরা ঝুঁকি না নিয়ে বিমানটিকে ফিরিয়ে আনেন। পরীক্ষার পর সাত ঘণ্টা দেরিতে বিমানটি কাঠমাণ্ডুর উদ্দেশে রওনা দেয়। -ফাইল চিত্র