• আহমেদনগর স্টেশনের নাম বদলে অহল্যানগর করল মহারাষ্ট্র সরকার
    বর্তমান | ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • মুম্বই: ফের মারাঠাভূমে নাম পরিবর্তন। শুক্রবার মহারাষ্ট্রের আহমেদনগর রেল স্টেশনের নাম পরিবর্তন করার নোটিফিকেশন জারি করল মহারাষ্ট্র সরকার। স্টেশনটির নতুন নাম হবে অহল্যানগর। এর আগে আহমেদনগর জেলার নাম বদলে অহল্যানগর করা হয়েছিল। নাম পরিবর্তনে অনুমতি দেওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ধন্যবাদ দিয়েছেন মহারাষ্ট্রে উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। পাওয়ার বলেছেন, ‘অনেক দিন ধরেই নাম পরিবর্তনের দাবি ছিল। অবশেষে তা পূরণ হল। অহল্যাবাই হোলকারের ৩০০ তম জন্মদিনের আগে এই সিদ্ধান্ত নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।’ পাশাপাশি ঔরঙ্গাবাদ স্টেশনের নাম বদলে ছত্রপতি শম্ভাজি করবারও প্রয়াস জারি রয়েছে বলে জানিয়েছেন অজিত পাওয়ার। এর আগে ঔরঙ্গাবাদ ও উসমানবাদ নামের দুটি জেলার নাম বদল করেছিল মহারাষ্ট্র সরকার। দুটি জেলার নাম বদলে হয়েছিল যথাক্রমে ছত্রপতি শম্ভাজিনগর ও ধারাশিব। চলতি মে মাসেই উসমানাবাদ রেল স্টেশনের নাম বদলেও ধারাশিব করা হয়। 
  • Link to this news (বর্তমান)