নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলায় আসবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। উৎসব-পর্ব মিটলেই বাংলায় তাঁর সফর হতে পারে। তার আগে প্রদেশ কংগ্রেসের সংগঠনকে নিজের পায়ে দাঁড় করিয়ে শক্তিশালী করার বিষয়ে আলোচনা হল দলীয় বৈঠকে। বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপাল। বৈঠকে প্রদেশ কংগ্রেসের বর্তমান অবস্থা, আগামী দিনে কী করতে হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। স্বাভাবিকভাবেই সেখানে উঠে এসেছে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস-বাম জোট প্রসঙ্গ। সূত্রের খবর, বেণুগোপাল জানিয়েছেন, প্রদেশ কংগ্রেস নেতৃত্ব রাজ্যস্তর থেকে যে রিপোর্ট দিল্লিতে পাঠাবে, তার ভিত্তিতেই হাইকমান্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।