• কাঠমাণ্ডুর হোটেলে আগুন, মৃত্যু উত্তরপ্রদেশের মহিলার, পশুপতিনাথ দর্শনে গিয়ে আক্রান্ত ভারতীয়রা
    বর্তমান | ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • গাজিয়াবাদ: কে পি ওলি প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতেই দেখা দিয়েছিল নৈরাজ্য। মন্ত্রীদের মার, জেল ভাঙা, নেতাদের বাড়ি-হোটেলে আগুন-ভাঙচুর কিচ্ছু বাদ ছিল না। সেই নৈরাজ্যেরই বলি হলেন এক ভারতীয় মহিলা। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। পশুপতিনাথ মন্দিরে পুজো দিতেই এসেছিলেন কাঠমাণ্ডুতে। পশুপতিনাথ দর্শনে আসা অন্য ভারতীয় পর্যটকরাও রেহাই পাননি। তাঁদের বাসে হামলা জানায় উন্মত্ত ছাত্র-যুবরা। ইতিমধ্যেই নেপালে গণবিদ্রোহের জেরে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫১। হাসপাতালে চিকিৎসাধীন আরও অসংখ্য মানুষ। তাঁদের প্রত্যেকেই ভাঙচুর-নৈরাজ্যের জন্য এখন আক্ষেপ করছেন।

    ৭ সেপ্টেম্বর নেপালে ‘জেন জেড’-এর আন্দোলনকে কেন্দ্র করে অশান্তি ছড়িয়ে পড়ে। দু’দিন পর ৯ তারিখ কাঠমাণ্ডুর হায়াত হোটেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। চারপাশ দাউদাউ করে জ্বলতে শুরু করে। পশুপতিনাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য স্ত্রী রাজেশকে নিয়ে ওই হোটেলেই উঠেছিলেন গাজিয়াবাদের রামবীর সিং ঘোলা। অগ্নিকাণ্ডের জেরে হোটেল থেকে বেরনোর সব রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। অগত্যা হোটেলকর্মীরা অতিথিদের জানলা দিয়ে নীচে পাতা তোষকে লাফ দিতে বলেন। ঘোলা দম্পতি ছিলেন পাঁচতলার একটি ঘরে। জানলার কাচ ভেঙে তাঁরা নীচে লাফিয়ে পড়েন। রামবীর অল্পবিস্তর চোট পেলেও গুরুতর জখম হন স্ত্রী। হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

    শুক্রবার গাজিয়াবাদে ফিরে রামবীর বলেন, ‘পশুপতিনাথ মন্দিরে পুজো দেওয়ার পর আমরা মিথিলা যাব বলে ঠিক করেছিলেন। কিন্তু তার আগেই কার্ফু জারি হল। তাই ঠিক করি, হায়াত হোটেলেই থেকে যাব। ৯ তারিখ সন্ধ্যা ৬টা নাগাদ বিক্ষোভকারীরা এসে হোটেলে আগুন ধরিয়ে দিল। আমরা পাঁচতলা থেকে নীচে লাফ দিলাম। চিকিৎসা চলাকালীন স্ত্রীর মৃত্যু হল। কারও কাছে কোনও সাহায্য পাইনি। দূতাবাস, সেনা, পুলিশ কেউ পাশে দাঁড়ায়নি। আর কখনও নেপাল যাব না।’

    পশুপতিনাথ মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে হামলার মুখে পড়ে ভারতীয় পর্যটকদের একটি বাসও। এই ঘটনাও ৯ সেপ্টেম্বরের। বাসটিতে অন্ধ্রপ্রদেশের ৪৯ জন তীর্থযাত্রী ছিলেন। সরকারি সূত্রে খবর, পুজো দিয়ে  ফেরার সময় ভারত-নেপাল সীমান্তের সোনাউলিতে বাসটিকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে বিক্ষোভকারীরা। ফলে মহিলা ও বয়স্ক সহ বাসের অনেক পর্যটক জখম হন। তাঁদের হাসপাতালে ভর্তিও করাতে হয়। ভারতীয় দূতাবাসের উদ্যোগে বিশেষ বিমানে দেশে ফেরানো হয়েছে ওই পর্যটকদের।    
  • Link to this news (বর্তমান)