মুম্বই: পহেলগাঁও কাণ্ডের পর বিস্তর জলঘোলা হয়েছিল। বারবার আটকে গিয়েছে পাক অভিনেতা ফাওয়াদ খান অভিনীত ‘আবির গুলাল’ ছবির মুক্তি। অবশেষে কাটছে জট। ভারতে মুক্তি পেতে চলেছে ছবিটি। সূত্রের খবর, আগামী ২৬ সেপ্টেম্বর দেশজুড়ে মুক্তি পাচ্ছে এই সিনেমা। ভারতে একাধিকবার আটকে যাওয়ার পর গত ১২ সেপ্টেম্বর আন্তর্জাতিক ক্ষেত্রে মুক্তি পেয়েছে ছবিটি। ভারতে গত ৯ মে মুক্তি পাওয়ার কথা ছিল ‘আবির গুলাল’-এর। তার কয়েকদিন আগেই পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারিয়েছিলেন ২৬ জন। এর জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি হয়। পাক অভিনেতা ফাওয়াদের ছবির উপর আপত্তি তুলেছিল দেশের বিভিন্ন সংগঠন। পাশাপাশি পাক শিল্পীরাও ভারতে নিষিদ্ধ হন। এই আবহে ছবিটি ফের ভারতে মুক্তির সম্ভাবনা দেখা দিল। যদিও এ প্রসঙ্গে নির্মাতাদের তরফে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।