• বাংলাদেশ থেকে টেনিস বলের ভিতরে সোনা পাচারের ছক, উদ্ধার ৪১ লক্ষ টাকার বার
    বর্তমান | ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, দিনহাটা: টানা কয়েকদিনের বৃষ্টিতে জল জমে রয়েছে দিনহাটার আন্তর্জাতিক ভারত-বাংলাদেশ সীমান্তের বিভিন্ন এলাকায়। কাঁটাতারের দু’ধারেই তৈরি হয়েছে কাদা জলভরা নালা। সেই নালাতেই বৃহস্পতিবার সকালে নজিরবিহীন দৃশ্যের সাক্ষী থাকল সীমান্তরক্ষী বাহিনী। দিনহাটার জায়গীর বালাবাড়ি সীমান্তে কাঁটাতারের ওপার থেকে ছোড়া একটি টেনিস বল ভেসে ওঠে নালার জলে। কর্তব্যরত বিএসএফ জওয়ানের নজরে আসতেই সন্দেহ জাগে। টেনিস বলটি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। বলটি কেটে দেখা যায়, তার ভিতরে লুকোনো রয়েছে চকচকে সোনা। চারটি সোনার বার পাওয়া যায় টেনিস বলটির ভিতরে। মোট ওজন প্রায় ৩৬৪.৭৫০ গ্রাম। বাজারমূল্য ৪০ লাখ ৯৭ হাজার ৩৪৭ টাকা বলে জানিয়েছে বিএসএফ। সূত্রের খবর, বাংলাদেশ থেকে পাচারকারীরা ওই টেনিস বল ছুড়ে দেয় ভারতের দিকে। কিন্তু কাঁটাতারের ওপার থেকে বল ছোড়া হলেও, তা ভারতীয় পাচারকারীর হাতে পৌঁছয়নি। বরং বলটি নালার জলে পড়ে যায়। ঠিক সেই সময় কর্তব্যরত জওয়ানরা গোটা ঘটনাটি লক্ষ্য করেন। সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যান তাঁরা। তবে পাচারকারীরা পালিয়ে যায়। পরে বল কেটে সোনা উদ্ধারের ঘটনা সামনে আসে। উদ্ধার হওয়া সোনার বারগুলি কাস্টমস দপ্তরের হাতে তুলে দিয়েছে বিএসএফ। বিএসএফ জানিয়েছে, নির্ভরযোগ্য সূত্রে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতেই ১৩৮ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা সীমান্ত এলাকায় টহলদারিতে ছিল। পরিকল্পিতভাবে দু’টি বিশেষ অভিযান চালানো হয়। সেই অভিযানের ফলেই সোনা উদ্ধারে সাফল্য আসে। দিনহাটার জায়গীর বালাবাড়ি সীমান্তে সোনা উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের মতে, বর্ষার সময় নালা-খাল ভরে গেলে প্রায়ই সীমান্তে পাচারকারীদের তৎপরতা বেড়ে যায়। পাচারের অভিনব পদ্ধতি দেখে তারাও বিস্মিত। ঘটনা প্রসঙ্গে বিএসএফের গুয়াহাটি ফ্রন্টিয়ারের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, আমাদের জওয়ানরা সর্বদা সজাগ দৃষ্টি রাখছে। পাচারকারীরা যতই অভিনব কৌশল ব্যবহার করুক না কেন, সীমান্ত রক্ষায় কোনও ফাঁক রাখা হবে না।
  • Link to this news (বর্তমান)