• দুই শিশু সন্তানকে নিয়ে জাতীয় সড়কে টোটো চালাচ্ছেন গাজোলের মহিলা
    বর্তমান | ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, পুরাতন মালদহ: স্বামীর হাত ভেঙে গিয়েছে। সেজন্য তিন মাস ধরে তিনি কাজ করতে পারছেন না। সংসারের হাল ধরতে দুই শিশু সন্তানকে সামনের আসনে বসিয়ে ৮১ নম্বর জাতীয় সড়কের সামসি রুট ধরে টোটো চালাচ্ছেন গাজোলের এক মহিলা। ওই মহিলাকে এভাবে দেখতে পেয়ে রোড সেফটি বিষয়ক গুরুত্বপূর্ণ বার্তা দেন স্থানীয় এক ট্রাফিক পুলিশের কর্তা। ওই কয়েক মিনিটের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’। 

    ভিডিওতে দেখা যাচ্ছে, ওই মহিলা সংশ্লিষ্ট রুট ধরে চাঁচলের দিকে যাচ্ছিলেন। চালকের আসনের পাশে তাঁর দুই শিশু সন্তান ছিল। তাদের বয়স পাঁচ বছরের কম। সেই সময় তাঁর টোটো থামিয়ে দেন ট্রাফিক পুলিশের এক কর্তা। একাধিক তথ্য জিজ্ঞাসা করতেই মহিলা চালক বাড়ি গাজোলের শাহজাদপুর বলে জানান। যদিও তাঁর নাম জানা যায়নি। স্বামীর অসুস্থতার জন্য টোটো চালিয়ে পরিবারের পাশে দাঁড়াতে দেখে ওই পুলিশ কর্তা প্রশংসা করেন। দুই ছেলেকে পড়াশোনা করাতে পরামর্শ দেন। পাশাপাশি রাস্তার বামদিক দিয়ে গাড়ি  চালানো, মাঝরাস্তা দিয়ে না যাওয়া, কোনও যানবাহনকে ওভারটেক না করার বার্তাগুলি দেওয়া হয়। ওই শিশুদের চকোলেট কিনে দিতে দেখা যায় পুলিশকে। 

    ঘটনাটির ভিডিও নজরে এসেছে মালদহ জেলা শিশু সুরক্ষা আধিকারিক শিবেন্দু শেখর জানারও। তিনি বলেন, ভিডিওটি আমার নজরে এসেছে। মা শিশুদের নিয়ে জীবিকার তাগিদে টোটো চালাচ্ছেন। তবে ঝুঁকি রয়েছে। এক্ষেত্রে মা এবং শিশুদের যে কোনও সময় অঘটন করতে পারে। গোটা পরিবার শেষ হয়ে যেতে পারে। মহিলার নাম এবং পরিচয় জানার চেষ্টা চলছে। আমাদের স্টাফকে পাঠিয়ে তাঁকে বোঝানোর চেষ্টা করব, তিনি যেন জাতীয় সড়কে সন্তানদের নিয়ে গাড়ি না চালান। শিশু দু’টির পুষ্টি, শিক্ষা এবং সুরক্ষার বিষয়টি সুনিশ্চিত এবং মাসিক একটা অনুদানের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমাদের পরিকল্পনা মা যখন টোটো চালাবেন তখন সকালবেলায় স্থানীয় অঙ্গনওয়াড়ি সেন্টারে বা স্কুলে শিশুদের পাঠিয়ে দেবেন। স্কুল শেষ হলে ছেলেদের নিয়ে তিনি বাড়ি ফিরবেন। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হবে। 
  • Link to this news (বর্তমান)