• গাঙ্গেয় ডলফিন মেরে তেল নিষ্কাশনের চক্র সক্রিয় মালদহ ও মুর্শিদাবাদে!
    বর্তমান | ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • তারক চক্রবর্তী  মালদহ

    গাঙ্গেয় শুশুক বা ডলফিনকে মেরে তেল নিষ্কাশনের চক্র মালদহ ও মুর্শিদাবাদ জেলায় সক্রিয়! এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বনদপ্তরের মাথায়। এই দুই জেলাতে কোনও চোরাশিকারিরা সক্রিয় আছে কি না তা জানতে রীতিমতো বিশেষ দল গঠন করে তদন্ত চালাচ্ছে বনদপ্তর। মুর্শিদাবাদে গঙ্গার একাধিক চরে রীতিমতো নৌকা দিয়ে নজরদারি চলছে। এছাড়া মালদহেও গঙ্গা নদী সহ সংলগ্ন এলাকায় নজরদারি চলছে। সম্প্রতি কালিয়াচক থেকে দু’জনকে গ্রেপ্তার করেছিল বনদপ্তর। তাদের হেফাজত থেকে তিনটি জার ভর্তি ডলফিনের তেল উদ্ধার হয়েছে। এরপরেই মুর্শিদাবাদ এবং মালদহ জেলায় এমন চক্র নিয়ে প্রশ্ন উঠেছে। 

    বিষয়টি বনদপ্তরকেও ভাবাচ্ছে। বনদপ্তর জানিয়েছে, কোনওভাবেই যাতে বিলুপ্তপ্রায় এই প্রাণীর ক্ষতি কেউ করতে না পারে  সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। মালদহ এবং মুর্শিদাবাদ জেলার একাধিক জায়গায় নিজস্ব সোর্স সক্রিয় করা হয়েছে। উল্লেখ্য, ২০১৯ সালে মালদহ এবং মুর্শিদাবাদ জেলায় ডলফিন শিকারিদের সন্ধান মিলেছিল। সেই দিকটি খতিয়ে দেখে পুরনো চোরাশিকারিদের তথ্য তালাশ করছে বনদপ্তর।  এবিষয়ে রাজ্যের প্রধান মুখ্য বনপাল জে বি ভাস্কর বলেন, আমরা বিশেষ দল নামিয়ে গঙ্গায় নৌকা দিয়ে একাধিক এলাকায় নজরদারি চালাচ্ছি। যাতে কোনওভাবেই গাঙ্গেয় শুশুক বা ডলফিনের ক্ষতি না হয়, সেদিকে বিশেষ নজরদারি রাখা হয়েছে। মালদহ জেলা থেকে তেল উদ্ধার হয়েছিল। এই ঘটনাটি মাথায় রেখে নজরদারি বাড়ানো হচ্ছে। গাঙ্গেয় শুশুক বা ডলফিন মেরে দেহাংশ থেকে তেল বের করার একটি চক্র দীর্ঘদিন ধরেই রাজ্যে সক্রিয়। গঙ্গার ধারে একাধিক এলাকায় সুন্দরবন থেকে শুরু করে মালদহ, সমস্ত এলাকাতেই গাঙ্গেয় শুশুক বা ডলফিন মেরে তাদের দেহাংশ থেকে তেল নিষ্কাশনের চক্র সক্রিয়। এই তেলের নানা ধরনের উপকারিতা বুঝিয়ে দেশ এবং আন্তর্জাতিক চোরাবাজারে বিক্রি করা হয়। লোকমুখে শোনা যায় বাতের ব্যথা সহ একাধিক ব্যথার জন্য ডলফিনের তেল ভালো কাজ করে। যদিও এর কোনও বিজ্ঞানসম্মত যুক্তি মেলেনি। মাছ ধরার ক্ষেত্রে মাছের চারা হিসেবে এই তেল ব্যবহার করা হয়ে থাকে। ডলফিনের তেলকে মাছের চারা হিসেবে ব্যবহার করে বড় বড় মাছ ধরার রীতি দীর্ঘদিনের পুরনো বলেও জানা গিয়েছে। বিষয়গুলিকে কাজে লাগিয়ে চোরাশিকারিরা গঙ্গা থেকে শুশুক বা ডলফিনকে মেরে তাদের দেহাংশ থেকে তেল নিষ্কাশন করে। মালদহের ঘটনাটি সামনে আসার পরই বনদপ্তর আরও বেশি সক্রিয় হয়েছে। এই চক্রকে রুখতে বনদপ্তর বিশেষ দল গঠন করেছে বলে জানিয়েছেন শীর্ষ আধিকারিকরা।
  • Link to this news (বর্তমান)