• পুজোয় বৈকুণ্ঠের বিষ্ণুর বাহন গরুড় এবার ইসলামপুরে
    বর্তমান | ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • কাজল মণ্ডল , ইসলামপুর: বৈকুণ্ঠের বিষ্ণুর বাহন গরুড়কে এবার দেখা যাবে ইসলামপুরে। হিন্দু পুরাণ অনুসারে, গরুড় হলেন বিষ্ণুদেবের বাহন। ঈগলের মতো দেখতে একটি পাখি-মানব হচ্ছেন গরুড়। শক্তিশালী হওয়ার পাশাপাশি মানুষের মনের চেয়েও দ্রুত বেগে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে বলে ভক্তরা বিশ্বাস করেন। দ্রুতগামী গরুড়ের পিঠে বসেই ভগবান বিষ্ণু বিশ্বব্রহ্মাণ্ড চলাচল করেন। হিন্দুধর্মে এমন এক গুরুত্বপূর্ণ দেবকে থিম হিসেবে ফুটিয়ে তুলছে ইসলামপুর বাজারের নেতাজি সুভাষ (এনএস) রোডের সর্বজনীন দুর্গা মন্দির পুজো কমিটি। তাদের থিম ‘গরুড় দেব’। মণ্ডপের ভিতরে দেবী দশভূজার দর্শন এবং বাইরে গরুড় দেবের দর্শন পাবেন মানুষ। বুধবার সন্ধ্যায় খুঁটিপুজোতে পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল, বিশিষ্ট ব্যক্তি বাপি পাল চৌধুরী, বিক্রম দাস প্রমুখ উপস্থিত ছিলেন। পুজো কমিটির সম্পাদক জিৎ গঙ্গোপাধ্যায় বলেন, এবার আমাদের পুজোর বাজেট ১৫ লক্ষ টাকা। পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কমিটির সদস্য রানা দত্ত, রাজীব শেঠ, মণিশ বোথরা, গৌরব ভগৎ-সবাই ঝাঁপিয়ে পড়েছে। আমাদের পুজোয় এবারের বিশেষ আকর্ষণ ‘গরুড় দেব’। কমিটির সভাপতি কানা‌ইয়ালাল বোথরা বলেন, এবার আমাদের পুজো ৬৬ তম বর্ষে। শহরের পুরনো পুজোগুলির মধ্যে এটা অন্যতম।আগে ছোট মন্দির ছিল। এখন বিশাল মন্দির তৈরি হয়েছে। মন্দিরেই পুজো হয়। সভাপতির আশা, প্রতিবছরের মতো এবারও আমাদের পুজোয় ঢল নামবে। মন্দিরে ওঠার জন্য সিঁড়ি আছে। সিঁড়ির উপরে বাঁশ দিয়ে কারুকার্য করে বিশালাকার গরুড় দেব তৈরি করা হবে। সেইসঙ্গে থাকবে নানা আলো। দেবীদর্শন করার জন্য সিঁড়ি দিয়ে উপরে উঠতেই দেখা যাবে বিশালাকার গরুড়।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)