• একরাতে বন্ধ তিনটি চা বাগান, সকাল থেকে অবরোধ শ্রমিকদের
    বর্তমান | ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, নাগরাকাটা: বকেয়া মজুরি ও বোনাসের দাবিতে শুক্রবার সকাল ১০টা থেকে বানারহাট ব্লকের তিনটি চা বাগানের শ্রমিকরা আন্তর্জাতিক সার্ক রোড ও জাতীয় সড়ক অবরোধ করেন। উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে ব্লকের চামুর্চি, রেডব্যাংক ও সুরেন্দ্র নগর, এই তিনটি বাগানের মালিকপক্ষ বকেয়া মজুরি ও বোনাস না দিয়ে চা বাগান বন্ধ করে চলে যায়। তাই সকাল হতেই বাগান খোলার দাবিতে চামুর্চিতে সার্ক রোড অবরোধ করেন চামুর্চি বাগানের শ্রমিকরা। অন্যদিকে, রেডব্যাংক ও সুরেন্দ্রনগর বাগানের শ্রমিকরা রেডব্যাংক মোড়ে ১৭ নম্বর জাতীয় সড়কে বসে পড়েন। দুই সড়কেই যানবাহনের লম্বা লাইন পড়ে যায়। বাগান বন্ধ হওয়ার ফলে তিনটি চা বাগানের প্রায় পাঁচ হাজার শ্রমিক বিপাকে পড়লেন। শ্রমিকদের দাবি, দ্রুত বাগান খুলে তাঁদের বকেয়া মজুরি ও বোনাস দেওয়ার ব্যবস্থা করা হোক। 

    চামুর্চি বাগানের তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের ইউনিট সভাপতি গফর আনসারি বলেন, আমাদের সঙ্গে মালিকপক্ষের কোনও ঝামেলা ছিল না। কেউ কোনও আন্দোলনও করেননি। গতবছরও পুজোর মুখে বোনাস না দিয়ে চলে গিয়েছিল মালিকপক্ষ। এবারও তাঁরা চলে গেলেন। 

    জলপাইগুড়ি জেলা উপ শ্রম অধিকর্তা শুভাগত গুপ্ত বলেন, আগামী ১৩ এবং ১৬ তারিখ চামুর্চি চা বাগানের কর্তৃপক্ষ ও শ্রমিকদের পৃথক দু’টি বৈঠকে ডাকা হয়েছে। রেডব্যাংক ও সুরেন্দ্রনগর ওই দু’টি বাগানকে ১৮ তারিখ বৈঠকে ডাকা হয়েছে।  চামুর্চি চা বাগানের শ্রমিকদের বিক্ষোভ। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)