ডেঙ্গু দমনে পুজো কমিটিগুলিকে মণ্ডপে বাঁশের কোটর বন্ধ করার পরামর্শ পুরসভার
বর্তমান | ১৩ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এবার ডেঙ্গুর প্রকোপ কম। তা হলেও ঢিলেমি দিতে নারাজ শিলিগুড়ি পুরসভা। তারা মশার বংশবৃদ্ধি নিধনের জন্য পুজো শেষ হওয়ার সাতদিনের মধ্যে মণ্ডপ ভাঙার পরামর্শ দিচ্ছে। একই সঙ্গে পতিত জমি ‘ক্রোক’, জমির মালিককে নোটিশ ধরানোয় জোর দিয়েছে। তারা জমির জঙ্গল সাফসুতরো করে প্রায় তিন লক্ষ টাকার বেশি আয় করেছে। শুক্রবার প্রশাসনিক বৈঠকের পর একথা জানান মেয়র গৌতম দেব। একই সঙ্গে তিনি এদিন শহরের জঞ্জাল সাফাই করতে পাঁচটি ট্রাক্টরের উদ্বোধন করেন। পুজোর ক’দিন মণ্ডপ চত্বর সাফসুতরো রাখতে বিশেষ দল গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন।
শিলিগুড়ি শহরে মাঝেমধ্যেই বৃষ্টি হচ্ছে। যারফলে, আবাসন, শপিংমল সহ বহুতল নির্মাণস্থলে জল জমছে। মাঝেমধ্যে এক-দু’জন ডেঙ্গু রোগীর হদিশও মিলছে। তাই পুজোর মুখে মশাবাহিত ডেঙ্গু রোগ মোকাবিলায় স্বাস্থ্য দপ্তরের সঙ্গে বৈঠক করল পুরসভা। বৈঠকে মেয়র ছাড়াও ডেপুটি মেয়র রঞ্জন সরকার, স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ দুলাল দত্ত, জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিক ডাঃ তুলসী প্রামাণিক সহ আধিকারিকরা ছিলেন।
পরে মেয়র বলেন, বিগত দু’টি বছরের তুলনায় এবার শহরে ডেঙ্গুর দাপট অনেকটাই কম। তা হলেও মশার আঁতুরঘর নিধন, সচেতনতামূলক প্রচার অভিযান, জমা জল বের করার কর্মসূচিতে ত্রুটি রাখা হবে না। পতিত জমি থেকে জঞ্জাল সাফাই করা হচ্ছে। এজন্য নোটিশ দিয়ে জমির মালিকের কাছ থেকে সাফাইয়ের খরচ আদায় করা হচ্ছে। ডেঙ্গু দমনে পুজো কমিটিগুলিকেও পরামর্শ দেওয়া হচ্ছে।
স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ বলেন, পুজো মণ্ডপের বাঁশ গিঁট পর্যন্ত কাটতে বলা হচ্ছে। তা না হলে বাঁশের মাথায় ক্যাপ পড়াতে বলা হচ্ছে। বৃষ্টির জল যাতে বাঁশের কোটরে না জমে সেজন্য এমন পরামর্শ দেওয়া হচ্ছে। আর পুজো শেষ হওয়ার সাতদিনের মধ্যে মণ্ডপ ভাঙতে বলা হচ্ছে। এছাড়া, জঞ্জাল সাফাই করার পর বেশকিছু পতিত জমিতে পুরসভার সাইনবোর্ড বসানো হয়। এরপর জমির মালিকের হদিশ মেলে। তাঁদের কাছ থেকে সাফাইয়ের খরচ বাবদ প্রায় ৩ লক্ষ টাকা আদায় করা হয়েছে।
এদিকে, পুজোয় জঞ্জাল সাফাইয়ে জোর দিচ্ছে পুরসভা। জঞ্জাল সাফাই বিভাগের মেয়র পারিষদ মানিক দে বলেন, শহরের ৪৭টি ওয়ার্ডের জন্য সাফাইকর্মী ও সুপারভাইজারদের নিয়ে বেশকিছু কমিটি গঠন করা হবে। তারা বিভিন্ন পুজো মণ্ডপ দু’বেলা সাফাই করবে। এছাড়া, জঞ্জাল সাফাই করতে ৫৫ লক্ষ ৭৫ হাজার টাকায় পাঁচটি ট্রাক্টর কেনা হয়েছে। এদিন সেগুলির উদ্বোধন করেন মেয়র।