• ভুট্টার প্রতিমা বাগডোগরার বিহার মোড় সর্বজনীনে, মিলনী ক্লাবে ‘মা আসছে মাটির রূপে’
    বর্তমান | ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • শ্যামল সাহা , বাগডোগরা:

    বাগডোগরার বিহার মোড়ে মাটির বদলে দেখা যাবে ভুট্টার প্রতিমা। অন্যদিকে, গোঁসাইপুর মিলনী ক্লাবের পুজোর থিম ‘মা আসছে মাটির রূপে’। দুর্গাপুজোর ক’দিন দুই ক্লাবই মণ্ডপ চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সমাজসেবামূলক বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।  

    বাগডোগরা বিহার মোড় সর্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো এবছর ৪৮তম বর্ষে পড়তে যাচ্ছে। কাল্পনিক মন্দির বানাচ্ছে এরা। তবে প্রতিমায় থাকছে বিশেষ চমক। ভুট্টার দানা, খোসা, গুঁড়ো, ছাল, পপকর্ন সহ নানান উপকরণ দিয়ে তৈরি হচ্ছে প্রতিমা। পুজোর আর দু’সপ্তাহ বাকি। জোর কদমে চলছে মণ্ডপ ও প্রতিমা তৈরির কাজ। পুজো কমিটির সদস্য কল্যাণ ঘোষ বলেন, আগের তুলনায় জায়গা সংকীর্ণ হয়ে যাওয়ায় বড় আকারে মণ্ডপ বানাতে পারি না আমরা। ছোট জায়গাতেই করা হচ্ছে কাজ। তবে প্রতিমায় চমক আনছি। প্রতি বছরই দর্শকদের নজর কাড়তে পারি আমরা। এ বছরও প্রতিমা ও আলোকসজ্জায় চমক দেব, এই আশা করছি। প্রতিমা তৈরি করছেন শিল্পী শিবু সরকার। তিনি বলেন, দেড় মাস ধরে প্রতিমা বানাচ্ছি। মহালয়ার পরপরই কাজ শেষ করতে নাওয়া-খাওয়া ভুলে সহযোগী শিল্পীদের নিয়ে কাজ করছি। এর আগে সাবান, বিস্কুট, মার্বেল সহ একাধিক উপকরণ দিয়ে প্রতিমা তৈরি করেছি। সবটাই প্রশংসিত হয়েছিল। 

    অপরদিকে, ‘মা আসছে মাটির রূপে’ এই থিমকে সামনে রেখে মণ্ডপ তৈরি করছে গোঁসাইপুর মিলনী ক্লাব। এবার এদের পুজোর ৬৭ বছর। প্রত্যেকের জীবনেই গর্ভধারিণী মায়ের ভূমিকা এবং অবদান থাকে। তা তুলে ধরতে এই থিম বেছে নিয়েছেন পুজো উদ্যোক্তারা। বাঁশ, মাটি, কাপড়, প্লাইবোর্ড সহ বিভিন্ন পরিবেশবান্ধব উপকরণ দিয়ে তৈরি করা হচ্ছে মণ্ডপ। পুজো কমিটির কোষাধ্যক্ষ পারিজিৎ ঘোষ বলেন, আমাদের সকলের জীবনে মায়ের অবদান ও ভূমিকা অনন্য। আমরা দেবী দুর্গার মাধ্যমে সেটাই ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আশা করছি, দর্শকদের মনজয় করবে আমাদের এই পুজো।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)