সংবাদদাতা, আলিপুরদুয়ার: পারিবারিক অশান্তির জেরে সবজি কাটার চাকু দিয়ে ছোট ছেলেকে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে কালচিনি ব্লকের মেচপাড়া চা বাগানের ভাদু লাইনে। এই ঘটনায় বাগানে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম দিবস কচ্ছপ (২৭)। ভাইকে খুন করার অভিযোগে মৃতের দাদা সুরজ কচ্ছপ বাবা মঙ্গল কচ্ছপের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযুক্ত অবসরপ্রাপ্ত শ্রমিক মঙ্গলকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের ছোট ছেলে দিবস বিয়ে করেননি। দিবস কাজকর্মও কিছু করতেন না। শান্ত স্বভাবের ছিলেন। চুপচাপই থাকতেন। অন্যদিকে, বাবা মঙ্গল একটু রগচটা স্বভাবের। দীর্ঘদিন ধরে ছোট ছেলেকে নিয়ে পারিবারিক অশান্তি চলছিল। কিন্তু ঠিক কী নিয়ে অশান্তি পুলিশ এখনও তা জানতে পারেনি।
বৃহস্পতিবার রাতে পারিবারিক সেই অশান্তি চরমে ওঠে। রাত ৮টা নাগাদ বাবা-ছোট ছেলের সেই বিবাদ চরমে পৌঁছয়। অভিযোগ, মঙ্গল রান্নাঘরে থাকা সবজি কাটার চাকু এনে ছেলে দিবসের বুকের বাঁ দিকের পাঁজরে ঢুকিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন দিবস। বাড়ির অন্য সদস্যরা সঙ্গে সঙ্গে জখম যুবককে লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
চোখের সামনে ভাইয়ের খুন হয়ে যাওয়ার ঘটনা মেনে নিতে পারেননি সুরজ। তাই সঙ্গে সঙ্গেই সুরজ পুলিশের কাছে বাবার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। কালচিনি থানার ওসি অমিত শর্মা বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহ আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত মঙ্গল কচ্ছপকে গ্রেপ্তার করা হয়েছে। খুনে ব্যবহৃত চাকু উদ্ধার করে খুনের তদন্তে নামা হয়েছে।