• ভিন রাজ্যে বাংলায় কথা বলতে হলে দিদিকে ভোট দিন: উদয়ন
    বর্তমান | ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, দিনহাটা: কোনও দাদার মুখ দেখে নয়, দিদিকে ফের বাংলার মসনদে নিয়ে আসতে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। তবেই ভিনরাজ্যে গিয়ে বাংলা ভাষায় গর্বের সঙ্গে কথা বলতে পারবেন। ভিনরাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদ সভা শুক্রবার হয় দিনহাটা চৌপথিতে। সেখানেই এই বার্তায় দেন মন্ত্রী উদয়ন গুহ। প্রতিবাদ সভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস। সভায় ছিলেন দিনহাটা শহর ব্লক তৃণমূলের সভাপতি বিশু ধর, সহ সভাপতি সাবির সাহা চৌধুরী, পুরসভার চেয়ারপার্সন অপর্ণা দে নন্দী সহ দলের জেলা নেতারা। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী বলেন, বারবার নির্বাচনে শহরে আমরা পরাজিত হয়েছি। কিন্তু শহরবাসীর বিপদেআপদে তৃণমূলের নেতা-কর্মীরাই পাশে দাঁড়ান। ২০২৬ সালে শহরবাসীর পাশে দাঁড়ানো কোনও নেতাকে যদি বিজেপি প্রার্থী করে তাঁকে ভোট দেবেন, কোনও আপত্তি নেই। কিন্তু এমন প্রার্থী খুঁজে পাবে কোথায় ওরা। কোনও দাদার মুখ দেখে নয়, দিদিকে আবার বাংলায় নিয়ে আসতে হবে। তাহলেই বাংলায় শুধু উন্নয়ন হবে না, ভিনরাজ্য গিয়ে গর্বের সঙ্গে বাংলা ভাষায় কথা বলতে পারব আমরা। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)