নলহাটির অবৈধ পাথর খাদানে ধসে মৃত ৬ জন শ্রমিক, জখম ৪
বর্তমান | ১৩ সেপ্টেম্বর ২০২৫
সংবাদদাতা, রামপুরহাট: শুক্রবার দুপুরে নলহাটির পাথর শিল্পাঞ্চলে অবৈধ খাদানে ধস নেমে ছয় শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতদের নাম জিয়ারুল শেখ (২২), সামিউল মোল্লা (২৮), হজরত আলি(২৪), রথো মণ্ডল (৩০), আবিদ শেখ(৩৭) ও কাজল লেট(৩৭)। ঘটনায় চারজন জখম হয়েছেন। তাঁদের রামপুরহাট মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। পরে একজনকে আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছে। ভয়াবহ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছন রামপুরহাট এসডিপিও সহ নলহাটি থানার পুলিশকর্তারা। জেলাশাসক বিধান রায় বলেন, মৃত ও জখমদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যারা অবৈধভাবে খাদান চালাচ্ছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
বাহাদুরপুর ও ভোলা গ্রামের মাঝে অবৈধ ওই পাথর খাদানটি রয়েছে। এদিন বিস্ফোরণ ঘটানোর আগে কয়েকজন শ্রমিক পাথরে ড্রিল করছিলেন। সেই সময় নীচে কাজ করছিলেন প্রায় ৩০ জন শ্রমিক। দুপুর ২টো নাগাদ আচমকা ড্রিল করা অংশ থেকে ধস নামতে শুরু করলে উপর থেকে কয়েকজন শ্রমিক পড়ে যান। নীচে থাকা কয়েকজন শ্রমিক ধসে পড়া পাথরে চাপা পড়েন। অন্যান্য শ্রমিকরা কোনওভাবে পাথর সরিয়ে ১০ জন শ্রমিককে উদ্ধার করেন। তাঁদের রামপুরহাট মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে আসেন রামপুরহাট থানার আইসি সহ অন্যান্য পুলিশকর্তারা। সেখানে চিকিৎসক ছয় শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন। মৃতদের কারও মাথা নেই। কারও আবার হাত ও পায়ের অর্ধেক অংশ দেহ থেকে বিচ্ছিন্ন। জখম চারজনের মধ্যে তপন মালের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তপনের জামাইবাবু চন্দ্রকান্ত মাল বলেন,এই অবৈধ খাদানে ধস নেমে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আরও কয়েকজন পাথরে চাপা পড়ে থাকতে পারে। শিল্পাঞ্চলে শ্রমিকদের কোনও সুরক্ষা নেই। মালিকরা শুধু টাকা কামাতে ব্যস্ত।