সংবাদদাতা, কাঁথি: দীঘা মোহনা সংলগ্ন এলাকায় মেরিনড্রাইভ রাস্তার পাশে নষ্ট হওয়া ম্যানগ্রোভের পুনরুজ্জীবনের উদ্যোগ নিল বনদপ্তর। শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলা বনবিভাগ এবং দপ্তরের কাঁথি রেঞ্জের উদ্যোগে দীঘার মোহনা সংলগ্ন বেগুনাডিহা মৌজায় ১০ হেক্টর জায়গা জুড়ে ম্যানগ্রোভ গাছ রোপণ করা হয়। এদিন এক হাজার কাঁকড়া ও বাইন গাছের চারা রোপণ করা হয়। আগামীদিনে বেগুনাডিহি সহ আশপাশের মৌজায় ৪০-৫০ হাজার গাছ রোপণ করা হবে বলে বনদপ্তরের আধিকারিকরা জানিয়েছেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বন আধিকারিক অর্ণব সেনগুপ্ত, কাঁথির মহকুমা শাসক প্রতীক অশোক ধুমাল, বনদপ্তরের কাঁথি রেঞ্জের অফিসার অতুলপ্রসাদ দে সহ অন্যান্য বিট অফিসাররা।
উল্লেখ্য, প্রাকৃতিক বিপর্যয় সহ বিভিন্ন কারণে মোহনা সংলগ্ন ওই এলাকায় মেরিনড্রাইভ রাস্তার পাশে থাকা ম্যানগ্রোভ নষ্ট হয়ে গিয়েছিল। ওই এলাকায় আবার ম্যানগ্রোভ রোপণ করা হল। ফের সবুজ ম্যানগ্রোভ অরণ্যে ভরে উঠবে দীঘা সংলগ্ন ওই এলাকা, এমনটাই আশা করছেন বনদপ্তরের আধিকারিকরা। বনদপ্তরের আধিকারিকরা বলেন, ম্যানগ্রোভগুলি যাতে বেঁচে থাকে, তারজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি এলাকার বাসিন্দাদের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে।-নিজস্ব চিত্র