• মুর্শিদাবাদের হকারকে মারধরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় পাঁশকুড়ার যুবক গ্রেপ্তার
    বর্তমান | ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, তমলুক: মুর্শিদাবাদের সারদিঘির এক হকারকে মারধর করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার অভিযোগে পাঁশকুড়া থেকে এক যুবককে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম গোপাল মান্না। তার বাড়ি পাঁশকুড়া থানার যশোড়া গ্রামে। শুক্রবার ধৃতকে পূর্ব মেদিনীপুর সিজেএম কোর্টে তোলা হলে  চার দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। জানা গিয়েছে, মুর্শিদাবাদের সাগরদিঘির সাকিরুল শেখ হকারি করেন। বুধবার পাঁশকুড়া থানার যশোড়া এলাকায় হকারি করার সময় ধৃত গোপাল তাঁর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলে। তারপর শারীরিকভাবে হেনস্তা করে। নিজে সেই ঘটনার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়। ওই ঘটনার সময় গোপালের কাকা বাধা দিলেও তাতে কর্ণপাত করেনি ধৃত যুবক। এই ভিডিও নিয়ে সামাজিক মাধ্যমে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। সাকিরুলের পরিবারের অভিযোগের ভিত্তিতে শুক্রবার গোপালকে গ্রেপ্তার করা হয়। 

    তমলুকের মহকুমা পুলিস অফিসার আফজল আব্রার বলেন, শারীরিক হেনস্তা করে সেই ঘটনার ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছিল গোপাল। তাকে গ্রেপ্তার করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)