ঝাড়গ্রামে মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মিসভায় চন্দ্রিমা
বর্তমান | ১৩ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: শুক্রবার ঝাড়গ্রাম শহরের দেবেন্দ্রমোহন হলে জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মিসভায় যোগ দিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি আগামী বিধানসভা ভোটকে পাখির চোখ করে জেলার নানা প্রান্ত থেকে আসা মহিলা তৃণমূলের কর্মীদের মাঠে নেমে লড়াইয়ের ডাক দেন।
কর্মিসভায় মন্ত্রী ছাড়াও মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী নিয়তি মাহাত, জেলা তৃণমূল সভাপতি দুলাল মুর্মু, বীরবাহা সরেন টুডুর মতো নেতারা উপস্থিত ছিলেন। মন্ত্রী নিজের বক্তব্যে বারবার ঝাড়গ্রামে রাজনৈতিক কর্মসূচিতে আসার কথা তুলে ধরেন। তিনি বলেন, আগে যখন ঝাড়গ্রামে আসতাম, তখন এই জেলার মাটি রক্তে ভেজা থাকত। এখন এই জেলায় যিনি উন্নয়নের পতাকা তুলে ধরেছেন, তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই সরকারের আমলে বাংলার মেয়েরা সম অধিকার পেয়েছে। তৃণমূল সরকার ক্ষমতায় আসার একবছরের মধ্যে পঞ্চায়েতে মহিলাদের আসন ৫০শতাংশ করেছে। নারীদের এই অধিকার বজায় রাখার স্বার্থে আগামী বিধানসভা ভোটে আমাদের মাঠে নেমে লড়াই করতে হবে।