• হলদিয়ায় পরিবহণ শ্রমিকদের নাম নথিভুক্তি শিবিরে মিলল কম সাড়া
    বর্তমান | ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, হলদিয়া: শুক্রবার হলদিয়ায় শ্রমদপ্তরের উদ্যোগে পরিবহণ শ্রমিকদের নাম নথিভুক্তির শিবিরে আশানুরূপ সাড়া মিলল না। পরিবহণ শ্রমিকদের পেনশন, ভবিষ্যনিধি প্রকল্প সহ নানা সরকারি সুবিধা দিতে শ্রমদপ্তর ওই শিবির করছে। হলদিয়া মহকুমা পরিবহণ শ্রমিকদের নাম নথিভুক্তিতে জেলায় সবচেয়ে পিছনে রয়েছে। সেকারণে এদিন হলদিয়ার টাউনশিপের সেন্ট্রাল বাস টার্মিনাসে শিবির হয়। কিন্তু প্রচারের অভাবে শিবিরে তেমন ভিড় হয়নি। শ্রমদপ্তরের আধিকারিকরাও মানছেন, শ্রমিক সংগঠনগুলি সেভাবে এগিয়ে আসেনি।

    পূর্ব মেদিনীপুরের তমলুক, কাঁথি, এগরা মহকুমায় ওই শিবির হয়েছে। শ্রমিকদের অভিযোগ, হলদিয়ার শিবিরের দিনক্ষণ নিয়ে টানাপোড়েন চলছিল। শেষমেশ হঠাৎ শিবির আয়োজন করায় সময়মতো জানতে পারেননি। শ্রমদপ্তরের আধিকারিকরা জানান, নির্মাণশ্রমিক বা অসংগঠিত শ্রমিকদের মধ্যে সরকারি সহায়তা প্রকল্পে নাম নথিভুক্তি করায় ব্যাপক আগ্রহ রয়েছে। ওই শ্রমিকদের সিংহভাগ পোর্টালে নাম নথিভুক্ত করেছেন। কিন্তু পরিবহণ শ্রমিকদের ক্ষেত্রে খামতি রয়েছে। তাই পরিবহণ শ্রমিকদের জন্য মহকুমা ভিত্তিক শিবির চলছে।

    শ্রমদপ্তরের ধারণা, পূর্ব মেদিনীপুরে প্রায় চারলক্ষ পরিবহণ শ্রমিক রয়েছে। এর মধ্যে লাইসেন্সপ্রাপ্ত ড্রাইভার রয়েছেন দেড়লক্ষ। কিন্তু জেলায় আগস্ট মাস পর্যন্ত ৩৪০৭০জন পরিবহণ শ্রমিক নাম নথিভুক্ত করেছেন। এর মধ্যে তমলুকে ১৩৩২৪জন, কাঁথি ও এগরা মিলিয়ে ১৫৩১৬জনের নাম নথিভুক্ত হয়েছে। কিন্তু হলদিয়ায় মাত্র ৫৪৩০জনের নাম জমা পড়েছে। আইএনটিটিইউসির নেতা শিবনাথ সরকার বলেন, শিবিরে শ্রমমন্ত্রীর আসার কথা ছিল। কিন্তু তিনি উত্তরবঙ্গে থাকায় আসতে পারেননি।

    এদিন শিবিরে হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের(এইচডিএ) চেয়ারম্যান জ্যোতির্ময় কর, বিধায়ক তাপসী মণ্ডল, ডেপুটি লেবার কমিশনার সুদীপ্ত সামন্ত, অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার দেবাশিস চট্টোপাধ্যায়, মহকুমা পরিবহণ আধিকারিক ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এইচডিএ চেয়ারম্যান ও বিধায়ক কয়েকজন শ্রমিক ও তাঁদের পরিবারের হাতে অবসরকালীন ভাতা, মৃত্যুকালীন সহায়তার চেক তুলে দেন।

    শ্রমদপ্তর জানিয়েছে, হলদিয়ায় এখনও পর্যন্ত ১৩২৩জন পরিবহণ শ্রমিককে প্রাপ্য সহায়তা দেওয়া হয়েছে। এজন্য ১কোটি ৫৫লক্ষ ১১হাজার টাকা খরচ হয়েছে। হলদিয়ায় পেনশন পাচ্ছেন ৯৯জন পরিবহণ শ্রমিক। এদিনের শিবিরে দু’শোর বেশি শ্রমিক নাম নথিভুক্ত করান। বাস টার্মিনাসে শিবির হওয়ায় বহু বাসকর্মী নাম নথিভুক্ত করিয়েছেন।

    পরিবহণ শ্রমিকরা জানান, ফর্ম পূরণের সময় বিধায়ক বা ইউনিয়নের সম্পাদক ও সভাপতির সুপারিশ, সই দরকার হয়। এজন্য তাঁদের হয়রান হতে হয়। তাঁদের অভিযোগ, আইএনটিটিইউসি’র ইউনিয়নের নেতৃত্ব ও বিধায়ক-কাউকেই সহজে পাওয়া যায় না। বিধায়ক তাপসী মণ্ডল বলেন, ইউনিয়নের তরফে শ্রমিকদের ফর্ম নিয়ে এলে সই করে সুপারিশ করে দেব।  হলদিয়ার টাউনশিপে পরিবহণ শ্রমিকদের শিবিরে সহায়তা স্কিমের চেক তুলে দিচ্ছেন হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জ্যোতির্ময় কর।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)