বিশাখাপত্তনমে স্থানীয়দের মারে মৃত্যু তেহট্টের পরিযায়ী শ্রমিকের
বর্তমান | ১৩ সেপ্টেম্বর ২০২৫
সংবাদদাতা, তেহট্ট: পরিযায়ী শ্রমিকের কাজে গিয়ে বিশাখাপত্তনমে মৃত্যু হল এক যুবকের। রাজু তালুকদার (৩৭) নামে ওই যুবকের বাড়ি তেহট্ট থানার বেতাই লালবাজার মাঠপাড়া এলাকায়। যুবকের মৃতদেহ শুক্রবার রাতে বাড়িতে পৌঁছায়।
স্থানীয় ও মৃতের পরিবার সুত্রে জানা যায়, প্রায় মাস পাঁচেক আগে রাজু ও মনোজ দুই ভাই বিশাখাপত্তনমে কাজে যায়। গত ২৯ আগস্ট স্থানীয় এক ঠিকাদারের শ্রমিকদের মোবাইল চুরি যায়। স্থানীয় শ্রমিকরা সন্দেহ করে রাজুর দলের বাঙালি শ্রমিকরা মোবাইলটি চুরি করেছে। এই নিয়ে তাঁদের সঙ্গে রাজুর বচসা শুরু হয়। অভিযোগ, বচসার সময়ে রাজুকে মারধর করে তারা। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। তাঁকে বাঁচাতে ছুটে যায় মনোজ, তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। এরপর তাঁদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুদিন চিকিৎসার পর একটু সুস্থ হলে বাড়ি আসার জন্য বের হন রাজু। বাড়ি আসার পথে স্টেশনে পৌঁছনোর আগে আবার অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পর তিনি মারা যান।
এই খবর গ্রামে পৌছাতেই প্রতিবেশীরা বাড়িতে ভিড় করেন। রাজুর একটি মেয়ে ও একটি ছেলে আছে। তাঁদের জড়িয়ে কেদেই চলেছেন রাজুর স্ত্রী শান্তনা। রাজুর জামাইবাবু দিলীপ বিশ্বাস বলেন, সংসারের আর্থিক অনটন দূর করার জন্য বাইরের রাজ্যে কাজে গিয়েছিল। কিন্তু তার এই অবস্থা হবে ভাবতে পারিনি। মোবাইল চোর সন্দেহ এই ভাবে তাঁকে মেরে ফেলবে এটা ভাবা যায় না। স্থানীয় মানুষ এই ঘটনা ঘটিয়েছে, তাই সাহস করে থানায় অভিযোগ করতে পারেনি।