বেলপাহাড়ীর টুয়ার বরু পাহাড়ের ঝর্ণা ঘিরে পর্যটন বিকাশের দাবি
বর্তমান | ১৩ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: বর্ষায় বেলপাহাড়ীর জঙ্গলে টুয়ার বরু পাহাড়ের ঝর্ণায় জল খেতে আসে ময়ূরের দল। ঝর্ণার জলস্রোত ও ময়ূরের কেকার সুমধুর শব্দে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। নিসর্গশোভায় ভরপুর এই পাহাড়ের কথা এখনও পর্যটকদের বড় অংশের অজানা। এখানে পর্যটনের পরিকাঠামো গড়ে তোলার দাবি তুলেছেন স্থানীয়রা।
বর্ষায় বেলপাহাড়ীর বিভিন্ন ছোট পাহাড়ী নদীতে জল বেড়ে যায়। শাল-পিয়ালের চারা মাটি ভেদ করে উঠে আসে। জঙ্গলের মাটি ঘন গুল্মলতায় ভরে যায়। আষাঢ়-শ্রাবণে স্থানীয়রা পাহাড়পুজোয় মেতে ওঠেন। বেলপাহাড়ীর গভীর অরণ্যে বহু জায়গায় এখনও বাইরের লোকের সেভাবে পা পড়ে না। কুলডিহার টুয়ার বরু এমনই একটি পাহাড়। বর্ষায় জলধারা আঁকাবাঁকা পথে পাহাড় থেকে নেমে উপত্যকার ছোট ছোট গ্রামের পাশ দিয়ে নেমে যায়। পাহাড়ী ঝর্ণায় বন্য পশুপাখিরা জল খেতে আসে। ময়ূর দল বেঁধে ঘুরে বেড়ায়।
বেলপাহাড়ী বাজার থেকে পুরুলিয়া যাওয়ার পথে কুলডিহা পড়ে। সেই কুলডিহার জঙ্গলের মাঝে টুয়ার বরু পাহাড়। পাহাড় ঘেঁষেই গ্ৰাম রয়েছে। ওই গ্ৰামের বাসিন্দা রাইসেন হেমব্রম বলেন, জঙ্গলঘেরা পাহাড় এলাকায় আমাদের জীবন কাটে। প্রকৃতির মাঝে ময়ূরের পেখম মেলার দৃশ্য অন্যত্র খুব একটা দেখা যায় না। টুয়ার বরু পাহাড়ের কথা বাইরের মানুষ তেমন জানেন না। এই এলাকায় পর্যটনের পরিকাঠামো গড়ে উঠলে গ্রামীণ অর্থনীতির বিকাশ হবে।
স্থানীয় পঞ্চায়েত সদস্য চম্পাই মুর্মু বলেন, প্রধান সড়ক থেকে বাঁক নিয়ে সহজে এই পাহাড়ের কাছে আসা যায়। অন্য ঋতুতে ঝর্ণার জল ক্ষীণধারায় বইতে থাকায় তেমন নজরে পড়ে না। তবে বর্ষায় সেই ছবিটা পাল্টে যায়। নয়নাভিরাম দৃশ্যের পাশাপাশি ঝর্ণার জলের শব্দ ও ময়ূরের ডাকের সুমধুর শব্দে প্রাণ জুড়িয়ে যায়। বেলপাহাড়ী বাজার থেকে এলাকার দূরত্ব মাত্র দু’কিমি। এলাকার পর্যটনের পরিকাঠামো গড়ে তুললে অনেক মানুষ আসতে পারবে।
বেলপাহাড়ী পঞ্চায়েতের প্রধান জয়দেব সিং বলেন, স্থানীয়রা এই পাহাড়কে দেবতারূপে পুজো করেন। ময়ূরই এখানকার বিশেষ আকর্ষণ। জেলার পর্যটন দপ্তরের আধিকারিক বিধান ঘোষ বলেন, বেলপাহাড়ী জেলার অন্যতম পর্যটনস্থল। এখানকার বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এলাকা পর্যটনের মানচিত্রে আনার চেষ্টা চলছে। আমরা আশাবাদী, আগামী দিনে টুয়ার বরু পাহাড়ের ঝর্ণা ঝাড়গ্রামের অন্যতম পর্যটনস্থল হয়ে উঠবে।-নিজস্ব চিত্র