• মর্যাদার সঙ্গেই পালিত বিভূতিভূষণের জন্মদিন
    বর্তমান | ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর ও সংবাদদাতা, বনগাঁ: কয়েক বছর আগে বাড়িটি সংস্কার করা হয়েছিল। সেই বিবর্ণ দেওয়াল ফের রঙিন হয়ে উঠেছে। বাড়ির মেঝেতে আঁকা হয়েছে কলকা। বাড়ির সামনে ফ্লেক্সে বড় করে লেখা ‘স্মৃতির রেখা’। কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাড়ি এটি। শুক্রবার ছিল সাহিত্যিকের ১৩১ তম জন্মদিবস। এই বিশেষ দিনে তাঁর স্মৃতি বিজরিত গোপালনগরের বারাকপুরের বাড়িটি সাজিয়ে তোলা হয়েছে। বাড়িতে ঢোকার রাস্তায় বিছানো হয়েছে রঙিন কার্পেট। বিভূতিভূষণ স্মৃতি ঘাটে সাহিত্যিকের মূর্তিতে পড়েছে রঙের প্রলেপ। মালাও পরানো হয়েছে গলায়।শুক্রবার পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি ও তথ্য ও সংস্কৃতি বিভাগের আয়োজনে বিভূতিভূষণের জন্মদিন পালন করা হয়। চলে নানা অনুষ্ঠান। উত্তর ২৪ পরগনা জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক পল্লব পাল বলেন, প্রতি বছরের মতো এবারও দিনটি পালিত হয়। সাহিত্যিকের সেই বসতবাড়ি আজ অবহেলায় পড়ে আছে। দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দা ও সাহিত্য জগতের মানুষজন বিভূতিভূষণের নামে একটি সংগ্রহশালা তৈরির দাবি জানাচ্ছেন। সাহিত্যিকের বাড়ি ঘিরে দর্শনীয় স্থান গড়ার দাবিও উঠেছে। কিন্তু আজও তা বাস্তবায়িত হয়নি।এদিন লালকুঠিতে তার মূর্তিতে মাল্যদান করেন বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস, কাউন্সিলার জ্যোতি চক্রবর্তী সহ বিশিষ্টরা। উত্তম দাস বলেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমাদের বারাকপুরের বাসিন্দা। তিনি আমাদের গর্ব। তাঁর নামে আমরা বারাকপুরে ফুটবল স্টেডিয়াম করেছি। আজ তাঁর জন্মদিনে আমরা শ্রদ্ধা জানালাম। নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)