নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অস্ত্র আইনে মামলা রুজু হয়েছিল। তা সত্ত্বেও প্রমাণই দাখিল করতে পারল না কলকাতা পুলিশ। যার জেরে জামিন পেয়ে গেল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার ধৃত আদিল হোসেন। শুক্রবার ১০ হাজার টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ।
প্রায় এক বছর আগে নভেম্বরের ভর সন্ধ্যায় বাড়ির সামনেই কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে এক আততায়ী। স্কুটার চেপে এসে কাউন্সিলরের উপর হামলা চালানোর চেষ্টা হয়। কিন্তু গুলি না চলায় অল্পের জন্য প্রাণ বেঁচে যায় ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত। এই ঘটনায় দিন কয়েকের মধ্যেই গ্রেপ্তার করা হয় কয়েকজন অভিযুক্তকে। লুকআউট নোটিস জারি থাকায় আবু ধাবি থেকে আগত আদিল কলকাতা বিমানবন্দরে নামতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, আদিল বিহারের বাসিন্দা। তৃণমূল কাউন্সিলরকে খুনের চেষ্টায় সে পিস্তল সরবরাহ করেছিল বলে অভিযোগ। এমনকী, ঘটনার দিনও স্কুটার নাকি সেই চালাচ্ছিল।
সুশান্ত খুনের চেষ্টার মামলায় অভিযুক্ত আদিলের বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ তুলেছিল পুলিশ। সেই ভিত্তিতে মামলাও রুজু হয়। কিন্তু যে ধারায় মামলা হয়, তার জন্য উপযুক্ত তথ্য প্রমাণই আদালতে পেশ করতে পারেনি পুলিশ। যথাযথ প্রমাণের অভাবে তাই জামিন পেল আদিল। যার প্রেক্ষিতে সুশান্ত ঘোষ প্রতিক্রিয়ায় বলেন, ‘কেনই বা ধরল আর কী করেই বা জামিন পেয়ে গেল, সেটা পুলিশ বলতে পারবে। একজন মূল অভিযুক্ত যে অস্ত্র সরবরাহ করেছে, সে প্রথম আবেদনেই জামিন পেয়ে গেল। যে চার্জশিট আদালতে পেশ করা হয়েছে, সেখানে ওই অভিযুক্তর বিরুদ্ধে কিছুই নেই। আইনজীবীর সঙ্গে পরামর্শ করে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বিবেচনা করছি।’