• শিয়ালদহ স্টেশনের পার্কিং লটে বিভিন্ন গাড়ির জন্য পৃথক লেন
    বর্তমান | ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিয়ালদহ স্টেশন দিয়ে গড়ে প্রতিদিন প্রায় ১২ লক্ষ যাত্রী যাতায়াত করেন। এই বিরাট সংখ্যক যাত্রীকে সুশৃঙ্খলভাবে স্টেশনে ঢোকা ও বেরনো নিশ্চিত করতে অভিনব পরিকল্পনা করেছে রেল। বিভিন্ন ধরনের গণপরিবহণ, ব্যক্তিগত গাড়ি সহ হাজারো যান স্টেশনের বাইরে পার্কিং এলাকায় কার্যত ছেয়ে থাকে। যার জেরে সাধারণ মানুষের চলাফেরা ব্যাহত হয়। একই সঙ্গে সুনির্দিষ্ট কোনও নিয়ম না থাকায় শয়ে শয়ে গাড়ি দিকভ্রান্তের মতো ঘুরতে থাকে। ফলে লোকাল কিংবা দূরপাল্লার ট্রেন ধরতে আসা কিংবা দূরদূরান্ত থেকে শিয়ালদহে নামা যাত্রীদের গাড়ি পেতে কালঘাম ছুটে যায়। দীর্ঘদিনের এই যন্ত্রণা নিরাময়ে সক্রিয় হল শিয়ালদহ ডিভিশন। গাড়ির যানজট কাটাতে এবার শিলায়দহ স্টেশনের পাকিং লটে শুরু হচ্ছে সুসংহত গাড়ি নিয়ন্ত্রণ (ঢোকা-বেরনো) ব্যবস্থা। যার মাধ্যমে বিভিন্ন ধরনের গাড়ির জন্য নির্দিষ্ট লেন তৈরি হয়েছে। সেখান দিয়েই গাড়ি ঢুকবে ও বেরবে।

    যার মধ্যে কয়েকটি লেন দিয়ে শুধুমাত্র অটো চলাচল করবে। পাশের লেনগুলি দিয়ে যাতায়ত করবে প্রি-পেড এবং হলুদ ট্যাক্সি। এই লেনগুলিতে অটো কিংবা ট্যাক্সি প্রবেশ করার অনুমতি দেওয়া হবে। তবে শর্ত, যাত্রী নামিয়েই বেরিয়ে যেতে হবে। পরবর্তী লেন বরাদ্দ হয়েছে ব্যক্তিগত গাড়ি এবং অ্যাপ ক্যাবের জন্য। এক্ষেত্রে সংশ্লিষ্ট গাড়িগুলির জন্য খানিক নমনীয় ব্যবস্থা রাখা হয়েছে। একটি লেনে সেই গাড়িগুলি কিছু সময়ের জন্য দাঁড়ানোর অনুমতি পাবে। অপরটিতে ড্রপ অর পিক-আপ অ্যান্ড রান পদ্ধতিতে গাড়ি চলবে। শেষ লেনটি থাকবে সেই সব গাড়ির জন্য, যেগুলি দীর্ঘ সময় পার্কিং এলাকায় অপেক্ষা করবে। সেই লেন দিয়েই ভিআইপি গাড়ি ও অ্যাম্বুলেন্স সহ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যান চলাফেরা করবে। ইতিমধ্যেই এই লেন তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। পুজোর আগেই পুরোদমে এই সুসংহত ব্যবস্থা শিয়ালদহ স্টেশনের বাইরে কার্যকর হবে। এখন দেখার নয়া এই কৌশল কতটা সাফল্য পায়।        
  • Link to this news (বর্তমান)