• ট্রেনে যুগলকে মারধর, শ্লীলতাহানির শিকার তরুণী
    বর্তমান | ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ওঠার সময় ট্রেনের সিট দখল নিয়ে দম্পতির সঙ্গে ঝামেলা বাধে যুবক-যুবতীর। তার রেষ চলে চলন্ত ট্রেনেও। দম্পতি ফোন করে পরিচিতদের ডেকে আনেন। তারা ট্রেনে উঠে তরুণী ও তাঁর বয়ফ্রেন্ডকে মারধর করে বলে অভিযোগ। এমনকী তরুণীর শ্লীলতাহানি করা হয়। ঘটনাটি ঘটে গত মাসের শেষ সপ্তাহে। বনগাঁ জিআরপিতে অভিযোগ করা হলে শ্লীলতহানি, মারধর সহ একাধিক ধারায় কেস রুজু করে তদন্ত চলছে।  তবে এখনও অধরা অভিযুক্তরা। 

    রেল পুলিশ সূত্রে খবর, বাগুইআটি এলাকার বাসিন্দা রাহুল বড়ুয়া রাণাঘাটে কাজে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন তাঁর গার্ল ফ্রেন্ড। বনগাঁ যাওয়ার জন্য রাণাঘাট স্টেশনে আসেন দুজনে। প্ল্যাটফর্মে ট্রেন দেওয়ার সঙ্গে সঙ্গেই  অন্য যাত্রীদের সঙ্গে ধাক্কাধাক্কি করে ট্রেনে উঠছিলেন তরুণী ও তাঁর বয়ফ্রেন্ড। অভিযোগ, রাহুলের ধাক্কায় মাঝবয়সি ব্যক্তি পড়ে যান ট্রেনের গেটের সামনে। তাঁর স্ত্রী প্রতিবাদ করলে যুবক ভুল স্বীকার করে নেন। এরমাঝে ট্রেন ছেড়ে দেয়। ওই ব্যক্তির স্ত্রী তারপরও ঝগড়া চালিয়ে যান। ফোন করে মাঝেরগ্রাম স্টেশনে ডেকে পাঠান পরিচিতদের। ট্রেন মাঝেরগ্রাম স্টেশন আসতেই উঠে পড়ে জনা চারেক যুবক। অভিযোগ, তরুণী ও তাঁর বয়ফ্রেন্ড যে কামরায় ছিলেন সেখানে গিয়ে তাঁদের মারধর করে। তরুণী বাধা দিলে তাঁর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। বনগাঁয় নেমে গা ঢাকা দেয় অভিযুক্ত যুবকরা। তরুণী ও তাঁর বয়ফ্রেন্ড বনগাঁয় এসে অভিযোগ করলে রেল পুলিশ কেস রুজু করে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে। তাদের খোঁজ চলছে।  
  • Link to this news (বর্তমান)