• এবার বাংলায় লেখা বিল্ডিং প্ল্যানেও অনুমোদন পুরসভার
    বর্তমান | ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার বাংলায় লিখে বিল্ডিং প্ল্যান জমা দিলেও অনুমোদন দেওয়া হবে। অর্থাৎ, কোনও এলবিএস (লাইসেন্সড বিল্ডিং সার্ভেয়র) বা আর্কিটেক্ট চাইলে বাংলায় লেখা বিল্ডিং প্ল্যান জমা করতে পারবেন কলকাতা পুরসভায়। শুক্রবার বাংলায় লেখা একটি বিল্ডিং প্ল্যান অনুমোদনের খবর জানিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম নিজেই। যখন বাংলা এবং বাঙালি অস্মিতা নিয়ে রাজনীতির অঙ্গনে জোর চর্চা শুরু হয়েছে, তখন পুরসভার এই সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। ইতিমধ্যে শহরে বিভিন্ন সরকারি ও বেসরকারি সাইনবোর্ডে একদম উপরে এবং সবার আগে বাংলা হরফে নাম লেখার সার্কুলার জারি করেছে পুরসভা। এই আবহে বাংলা ভাষার কার্যকর ব্যবহার নিয়ে পুরসভা যে যথেষ্ট সতর্ক, এই সিদ্ধান্তের মাধ্যমে সেই বার্তাই দেওয়া হল বলে মনে করা হচ্ছে। এদিন কসবার বোসপুকুর রোডের একটি বিল্ডিং প্ল্যান অনুমোদন করা হয়েছে, যেটির প্রায় ৯৯ শতাংশই বাংলায় লেখা। শুধুমাত্র এলবিএস বা আর্কিটেক্টের নাম সহ দু’-একটি তথ্য ইংরেজিতে লেখা। ফিরহাদ বলেন, ‘বর্তমানে অনলাইনে বিল্ডিং প্ল্যান জমা নেওয়া হয়। সেখানে সিস্টেম আপডেট করা হয়েছে। এবার থেকে কেউ চাইলে বিল্ডিং প্ল্যান বাংলাতেও জমা করতে পারেন। অনুমোদন দেওয়া হবে। ইংরেজি বা বাংলা যে কোনও একটি ভাষায় জমা দিলেই হবে।’ তাঁর আরও সংযোজন, ‘অনেকেই ইংরেজি বুঝতে পারেন না। বিভিন্ন সময় বাংলা চালু করার দাবি উঠেছিল। ইংরেজিতে যেমন বিল্ডিং প্ল্যান অনুমোদন করা হয়, তেমনটাই হবে এবার বাংলার ক্ষেত্রেও।’
  • Link to this news (বর্তমান)