নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: জ্বর উঠছে ১০৫-১০৬, কয়েক ঘণ্টার মধ্যেই মারা যাচ্ছে মোষ। কাঁচড়াপাড়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের দু’নম্বর সিদ্ধেশ্বরী লেনে সরল সিংয়ের খাটালে যেন মহামারী চলছে। ভাইরাসের আক্রমণে ১৩টি মোষ মারা গিয়েছে ওই খাটালে। সরল সিং বললেন, দু’দিন ধরে দেখছি, ১০৫, ১০৬ ডিগ্রি তাপমাত্রা উঠছে। জ্বর কমার ওষুধ দিচ্ছি। কিন্তু কাজে দিচ্ছে না। আমার ২২টি মোষের মধ্যে ১৩টি মারা গেল। বিষয়টি বিডিওকে জানিয়েছি। চিকিৎসকরা দেখেছেন। প্রাণি সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ভাইরাসের আক্রমণে এই ঘটনা। মোষের মৃত্যুতে রীতিমতো চাঞ্চল্য পড়ে গিয়েছে গোটা এলাকায়। কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারী বলেন, মৃত্যু কারণ খতিয়ে দেখা হচ্ছে।