• কালিকাপুরে বহু প্রাচীন মেহগনি গাছ গায়েব, থানায় অভিযোগ দায়ের
    বর্তমান | ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের গাছ কাটার অভিযোগ শহরে। এবার ঘটনাস্থল কালিকাপুর। সেখানে একটি শপিং মলের পাশে আবাসনের সামনের ফুটপাতে থাকা মেহগনি গাছ কেটে গায়েব করে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যেই গরফা থানায় অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি অভিযোগ জানানো হয়েছে স্থানীয় ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অরিজিৎ দাস ঠাকুরের কাছেও। সূত্রের খবর, পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

    সম্প্রতি কয়েকদিন আগে স্থানীয় বাসিন্দারা দেখতে পান, কালিকাপুরের ফুটপাতে থাকা বহু পুরনো একটি মেহগনি গাছ গায়েব। রাতের অন্ধকারে কে বা কারা গাছটি কেটে নিয়ে গিয়েছে। শুধু গোড়ার দিকের কিছুটা অংশ রয়ে গিয়েছে। ওই গাছটির সামনের আবাসনের আবাসিকরা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রথমে কাউন্সিলারের কাছে অভিযোগ জানান। সেই সঙ্গে গরফা থানাতেও লিখিত অভিযোগ দায়ের করেন। এ প্রসঙ্গে অরিজিৎ দাস ঠাকুর বলেন, অভিযোগ পেয়েছি। থানাকেও প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছে। গাছ কাটতে গেলে বনদপ্তর এবং পুরসভার অনুমোদন লাগে। কীভাবে এই ঘটনা ঘটল, পুলিশ খতিয়ে দেখছে। 

    পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় ইতিমধ্যে এফআইআর করা হয়েছে। ওই অঞ্চলে রাস্তার ধারের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, সম্ভবত স্থানীয় কোনও প্রোমোটার এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে।
  • Link to this news (বর্তমান)