• অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে গুলিবৃষ্টি! হামলার দায় নিল গোল্ডি ব্রার গ্যাং
    প্রতিদিন | ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড অভিনেত্রী দিশা পাটনির বাড়িতে গুলি! শুক্রবার চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে উত্তরপ্রদেশের বরেলিতে। ৪ থেকে ৫ রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। ঘটনার দায় স্বীকার করেছে গ্যাংস্টার গোল্ডি ব্রার ও রোহিত গোদারা। হিন্দু ধর্মাবলম্বী সাধু প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধাচার্য মহারাজকে অপমান করেছেন দিশা পাটানি। যার জেরে এই হামলা বলে জানানো হয়েছে।

    গত ২৯ জুলাই দিশা পাটানির বোন, অবসরপ্রাপ্ত মেজর খুশবু পাটানি প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধাচার্য মহারাজকে নিয়ে একটি মন্তব্য করেন। মহিলাদের সম্পর্কে ওই সন্তদের বক্তব্যের বিরুদ্ধে সরব হন তিনি। যদিও পরে সেই পোস্ট মুছে দেন। আপাতভাবে পরিস্থিতি শান্ত হলেও শুক্রবার ভোরে দিশা পাটনির বাবা প্রাক্তন পুলিশকর্তা জগদীশ পাটনির বাড়িতে হামলা চালানো হয়। বাইকে করে এসে কয়েকজন এলোপাথাড়ি গুলি ছোড়ে বাড়ি লক্ষ্য করে। যদিও এই হামলায় হতাহতেই ঘটনা ঘটেনি। তবে আতঙ্ক ছড়িয়েছে। এই বাড়িতেই সপরিবারে থাকেন জগদীশ।

    হামলার পর কুখ্যাত গোল্ডি ব্রার গ্যাংয়ের সদস্য রোহিত গোদারা সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে হামলার দায় স্বীকার করেন। ফেসবুকে লেখা হয়, সন্ত প্রেমানন্দ মহারাজ এবং অনিরুদ্ধাচার্যের বিরুদ্ধে যে মন্তব্য করা হয়েছে তার পালটা দিশার বোন এবং সেনাকর্তা মেজর খুশবু পাটনির উদ্দেশে এই হামলা। পোস্টে সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে, ভবিষ্যতে যদি কেউ ধর্ম বা সাধু-সন্তদের বিরুদ্ধে মন্তব্য করেন, তাহলে তাদের চরম পরিণতি ভোগ করতে হবে। যদিও রোহিত গোদারা কিছুক্ষণ পরে সোশাল মিডিয়া থেকে এই পোস্ট মুছে দেন। তবে এর স্ক্রিনশট সামনে চলে আসে।

    এদিকে এহেন হামলার পরই নড়েচড়ে বসেছে প্রশাসন। এসএসপি অনুরাগ আর্য জানান, এই হামলাকে মোটেই হালকাভাবে দেখা হচ্ছে না। দিশার বাবা তথা প্রাক্তন ডেপুটি এসপির বাড়িতে কড়া নিরাপত্তা দেওয়া হয়েছে। অপরাধীদের পাকড়াও করতে এসপি সিটি এবং এসপি ক্রাইমের নেতৃত্বে পাঁচটি দল গঠন করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে সমস্ত সিসিটিভি ফুটেজ। শীঘ্রই অপরাধীদের গ্রেপ্তার করা হবে বলে আশ্বস্ত করেছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)