• যাদবপুরে সিসিটিভি নিয়ে ফের সরব তৃণমূল-বিজেপি
    আনন্দবাজার | ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • ছাত্রীর অপমৃত্যুর ঘটনার প্রেক্ষিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত সংখ্যায় সিসিটিভি ক্যামেরা নেই এবং সেখানে নেশার আখড়া বলে ফের অভিযোগ তুলেছে এবিভিপি। সিসিটিভি নিয়ে একই অভিযোগ তৃণমূল কংগ্রেসেরও। বিশ্ববিদ্যালয় চত্বরে সিসিটিভির সংখ্যা বৃদ্ধি ও পুলিশ ফাঁড়ির দাবিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) প্রতিবাদ মিছিল ও যাদবপুর বিশ্ববিদ্যালয় অভিযান ঘিরে শুক্রবার সাময়িক উত্তেজনা তৈরি হয়। এবিভিপি-র জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য শুভব্রত অধিকারী বলেছেন, “বিশ্ববিদ্যালয়ে নেশার বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক হবে! সিসিটিভি ক্যামেরা না-বসানো হলে সিসিটিভি নিয়ে ক্যাম্পাসে ঢুকবে এবিভিপি।”

    প্রতিবাদ মিছিলের পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাবিপত্র দিয়েছে তৃণমূল ছাত্র পরিষদও। সংগঠনের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের কটাক্ষ, “কর্তৃপক্ষের আর্থিক অবস্থা এতই খারাপ যে, তাঁরা সিসিটিভি বসাতে পারেন না? না কি এসএফআই-জুটা জোটের ভয়ে ইচ্ছা করে তা বসাচ্ছেন না?” পাশাপাশি, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও বলেছেন, “ওখানে অত্যন্ত মেধাবী ছেলেমেয়েরা আছেন। আবার কিছু অসভ্যও আছেন, যাঁরা বাবুল সুপ্রিয়, ব্রাত্য বসুদের সঙ্গে কুৎসিত আচরণ করেন। সিসিটিভি বসাতে দেব না বলে যাঁরা আন্দোলন করেছিলেন, তাঁরা কৈফিয়ত দিন।” যদিও ছাত্রী-মৃত্যুর সঙ্গে অন্য ঘটনাকে মেলানো যায় না বলে মন্তব্য করেছেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। তাঁর সংযোজন, “কেন ঘটনা, তা খতিয়ে দেখা উচিত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করলে আরও পাঁচ-দশটা সিসিটিভি বসাবেন। প্রকাশ্য স্থানে সিসিটিভি বসানো হলে অসুবিধার কিছু নেই।”
  • Link to this news (আনন্দবাজার)