চড়া রোদে কাহিল কলকাতাবাসী, আজ শহরে বৃষ্টির সম্ভাবনা কতটা?
বর্তমান | ১৩ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার সকাল থেকেই শহরের আকাশে রোদ চড়া। আংশিক ভাবে কিছু এলাকায় মেঘের লুকোচুরি থাকলেও রোদে কাহিল শহরবাসী। যদিও আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, দুপুরের পর সাধারণত মেঘলা আকাশ থাকবে। এর সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। ফলে দিনের গরম কিছুটা হলেও কম অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা নামতে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকাল শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৯ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় ০.৪ ডিগ্রি বেশি। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ১.৭ ডিগ্রি বেশি।বিশেষ বিষয় হল, গত ২৪ ঘণ্টায় শহরে কার্যত উল্লেখযোগ্য বৃষ্টি হয়নি, কেবলমাত্র ‘ট্রেস’ বা নামমাত্র বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তবে, শহরের বাতাসে আর্দ্রতার পরিমাণ যথেষ্ট বেশি। গতকাল সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ এবং সর্বনিম্ন আর্দ্রতা ছিল ৭৩ শতাংশে। এই পরিস্থিতিতে বাড়ছে ভ্যাপসা গরম। নাজেহাল আমজনতা।