রমেন দাস: ছাত্রীমৃত্যুতে নড়েচড়ে বসল যাদবপুর বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসে মাদকদ্রব্য নিয়ে প্রবেশে কড়া শাস্তির কথা বলেছে কর্তৃপক্ষ। পাশাপাশি, ক্যাম্পাসে প্রবেশের ক্ষেত্রে একাধিক গাইডলাইন প্রকাশ করল কর্তৃপক্ষ। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গাড়ি প্রবেশের ক্ষেত্রে নতুন নিয়ম জারি করেছে তারা। শুক্রবার রাতে এই বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয় চত্বরে চারচাকা ও দুই চাকার যান নিয়ে প্রবেশের ক্ষেত্রে পার্কিং স্টিকার লাগানো থাকতে হবে। শুধু তাই নয়, এমন জায়গায় লাগাতে হবে যাতে স্টিকার স্পষ্ট ভাবে দেখা যায়। যাঁদের কাছে বিশ্ববিদ্যালয়ের দেওয়া স্টিকার থাকবে না, তাঁদের গাড়ির নম্বর, চালকের আইডি কার্ড, যাত্রীদের তথ্য জমা দিতে হবে নিরাপত্তারক্ষীদের কাছে। সন্ধ্যা ৭ থেকে সকাল ৭টা পর্যন্ত যে বা যাঁরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে চাইবেন তাঁদের কাছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া পরিচয়পত্র থাকতে হবে। যা দেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের গেট থেকে। যদি কোনও ব্যক্তির কাছে বিশ্ববিদ্যালয়ের দেওয়া পরিচয়পত্র না থাকে তাহলে তাঁকে তাঁর পরিচয়পত্র দেখাতে হবে। কার সঙ্গে দেখা করতে যাচ্ছেন,সমস্ত তথ্য নথিভুক্ত করতে হবে। এছাড়াও নেশাদ্রব্য নিয়ে ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ধরা পড়লে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার গভীর রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের কাছের ঝিলপাড় থেকে অচৈতন্য অবস্থায় অনামিকা মণ্ডল নামে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রাতেই দেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। তারপরই একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে বিশ্ববিদ্যালয়। উল্লেখ্য, গত মার্চে এই ধরনের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফের সেই সিদ্ধান্তকে মাথায় রেখেই নতুন এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।