• কিসানগঞ্জে ধৃত নেপালের জেলবন্দি, বাড়ল নজরদারি
    আনন্দবাজার | ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • নেপালে অগ্নিগর্ভ পরিস্থিতির সুযোগে কাঠমান্ডুর জেল থেকে পালিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকতে গিয়ে ধরা পড়ল এক মহিলা বন্দি। বৃহস্পতিবার রাতে কিসানগঞ্জের ফতেহপুর সীমান্তে ‘সশস্ত্র সীমা বল’ (এসএসবি) এবং পুলিশের যৌথ অভিযানে তাকেধরা হয়। এসএসবি ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিলার বাড়ি নেপালের ঝাপা জেলার খজুরগাছি এলাকায়। শুক্রবার সকালে তাকে নেপাল পুলিশের হাতে তুলে দেয় এসএসবি। এই পরিস্থিতিতে শিলিগুড়ির পানিট্যাঙ্কি সীমান্তে এসএসবি নজরদারিতে কড়াকড়ি করেছে। এসএসবির ৪১ নম্বর ব্যাটালিয়নের কমান্ডান্ট যোগেশ সিংহ বলেন,‘‘এমন ঘটনা ঠেকাতেই নজরদারি বাড়ানো হয়েছে।’’

    নেপালের অশান্তির সুযোগে জেল ভেঙে কয়েক হাজার বন্দি পালিয়েছে। কয়েক জন ইতিমধ্যে ধরা পড়ছে উত্তরপ্রদেশ, বিহার সীমান্তে। এসএসবি এবং পুলিশ সূত্রে খবর, নেপালে অস্থির পরিস্থিতির সুযোগে ওই মহিলা বন্দি জেল পালিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে। কিসানগঞ্জ জেলা পুলিশ সুপার সাগর কুমার বলেন, ‘‘নেপালে উত্তেজনা ছড়ানোয় অনুপ্রবেশের আশঙ্কা বেড়েছে। এসএসবি ও পুলিশের যৌথ টহলদারি চলছে।’’

    ইন্দো-নেপাল পানিট্যাঙ্কি সীমান্তে পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। তবে নেপালে আটকে থাকা অনেকে এ দেশে ফিরতে শুরু করেছেন। নেপালে কাজ করতে যাওয়া আলিপুরদুয়ার এবং শামুকতলার অন্তত ৫০ শ্রমিক পানিট্যাঙ্কি হয়ে এ দিন ফিরেছেন। পক্ষান্তরে, নেপালের বাসিন্দা যাঁরা এ পারে নানা কাজে এসে ফিরতে পারছিলেন না, তাঁদেরও অনেকে এ দিন ফিরেছেন। দার্জিলিং জেলায় বিভিন্ন স্কুল-কলেজে নেপালের অনেক পড়ুয়া রয়েছে।

    সিবিএসই বোর্ডের স্কুলগুলিকে নিয়ে গঠিত ‘নর্থবেঙ্গল সহোদয়া স্কুল কমপ্লেক্স’-এর সভাপতি শ্যামসুন্দর আগরওয়াল জানিয়েছেন, দার্জিলিং পাহাড় এবং শিলিগুড়ি সমতলের বিভিন্ন বোর্ডিং স্কুলে নেপালের যে পড়ুয়ারা পড়াশোনা করে, নেপালের অস্থিরতার মধ্যে তাদের বাড়ির লোকেরা স্কুলগুলির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন। পডুয়ারা এখানে নিরাপদে রয়েছে বলে তাঁদের আশ্বস্ত করা হয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)