পানিহাটির বাসিন্দা এক নিখোঁজ যুবকের খোঁজ মিলেছিল নেপালে। পুজোর মুখে ঘরের ছেলেকে ফিরিয়ে আনার প্রচেষ্টাও শুরু হয়েছিল। কিন্তু নেপালের সাম্প্রতিক উত্তাল পরিস্থিতিতে সেই ব্যক্তিকে ঘরে ফেরানো নিয়েই দেখা দিয়েছে অনিশ্চয়তা। চলতি বছরের গোড়ায় তিনি নিখোঁজ হয়ে যান। গত মাসের শেষে তাঁর খোঁজ পায় পরিবার।
পুলিশ সূত্রের খবর, গত সাত মাস ধরে নিখোঁজ থাকার পরে পানিহাটির ওই যুবক অভিষেক ঘোষের সন্ধান মেলে নেপালে। সেখানকার হ্যাম রেডিয়োর মাধ্যমে জানা যায়, তিনি নেপালের যোগবাণী থানা এলাকায় এক স্বেচ্ছাসেবী সংস্থার আশ্রয়ে রয়েছেন। তাঁকে দেশে ফেরানোর কথাও চলছিল। কিন্তু নেপালের বর্তমান পরিস্থিতি ঘিরে সেই যুবককে ফেরানোয় অনিশ্চয়তা দেখা দিয়েছে।
পুলিশ সূত্রের খবর, সেই নিখোঁজ যুবক ঘোলা থানার অধীন উত্তর নাটাগড়ের ঘোষবাগানের বাসিন্দা। স্নাতকোত্তর পাশ ওই যুবক আদৌ কবে বাড়ি ফিরবেন, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে পরিবারে। ইতিমধ্যেই হ্যাম রেডিয়োর ওয়েস্ট বেঙ্গল রেডিয়ো ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস নেপালের ভারতীয় দূতাবাসে চিঠি দিয়েছেন। তাঁদের আশা, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই অভিষেককে বাড়ি ফেরানো সম্ভব হবে। ওই যুবক সুরক্ষিত রয়েছেন বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রের খবর, বেশ কয়েক বছর আগে অভিষেকের বাবা-মা মারা যান। বাড়িতে এক বোন রয়েছেন। গত ২৮ জানুয়ারি সকালে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। তার পর থেকে তাঁর আর খোঁজ মেলেনি। পরিবারের তরফে ২২ ফেব্রুয়ারি ঘোলা থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। অগস্ট মাসের শেষে নেপালের হ্যাম রেডিয়োর এক সদস্য ওয়েস্ট বেঙ্গল রেডিয়ো ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করেন। তাঁরাই জানান, বাংলায় কথা বলছিলেন ওই যুবক। তাই তাঁরা বাংলার হ্যাম রেডিয়ো ক্লাবের সঙ্গে যোগাযোগ করেন এটি জানাতে যে, এক যুবক নেপালেরই একটি হোমে রয়েছেন। এর পরে অম্বরীশ ওই যুবকের সঙ্গে কথা বলে নিশ্চিত হন যে, তাঁর বাড়ি সোদপুরে। পরিবারের তরফেও অম্বরীশের সঙ্গে যোগাযোগ করা হয়। এর পরে যুবকের সঙ্গে তাঁর বোনের ভিডিয়ো কলে কথা বলানো হয়।
ওয়েস্ট বেঙ্গল রেডিয়ো ক্লাবের তরফে জানানো হয়, পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের মানসিক সমস্যা ছিল। সেই কারণেই তিনি নিখোঁজ হয়ে যান। তাঁকে বাড়ি ফেরানোর জন্য নেপালের কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। একআধিকারিক সহযোগিতাও করেছিলেন। যাবতীয় সরকারি প্রক্রিয়া শুরু হয়েছিল। তবে নেপালের সাম্প্রতিক অগ্নিগর্ভ পরিস্থিতিতে সবটা থমকে গিয়েছে।