• নেপালে অশান্তির জেরে বিপাকে হাওড়ার রঙিন মাছ ব্যবসায়ীরা
    আনন্দবাজার | ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • অগ্নিগর্ভ নেপাল। রাজনৈতিক পালাবদলের কারণে গোটা দেশ জুড়ে অস্থিরতা দেখা দিয়েছে। তার প্রভাব পড়েছে ব্যবসায়। হাওড়ার রঙিন মাছ ব্যবসায়ীদের সমস্ত বরাত বাতিল করেছে সে দেশের এজেন্টরা। এর ফলে পুজোর মুখে বড় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এখানকার রঙিন মাছ ব্যবসায়ীরা।

    শীতকাল বাদে গোটা বছর জুড়ে হাওড়ার রঙিন মাছ ব্যবসায়ীরা নেপালের কাঠমান্ডুতে হরেকরকমের রঙিন মাছ পাঠিয়ে থাকেন। প্লাস্টিকের প্যাকেটে অক্সিজেন ভরে রঙিন মাছ প্যাকেজিংয়ের পর তা ট্রেনে অথবা বিমানে পাঠানো হয়। কোভিড পর্বের পর ব্যবসা বেশ ভাল চলছিল। তবে গত দু’-তিন দিনে হঠাৎ পরিস্থিতি বদলে গিয়েছে বলেই জানাচ্ছেন ব্যবসায়ীরা।

    রঙিন মাছ ব্যবসায়ীরা জানান, আপাতত সব অর্ডার বাতিল করেছে ওই দেশের ব্যবসায়ীরা। তাই তাঁরা গোল্ড ফিস, এঞ্জেল, অস্কার, মলি, গাপ্পি-সহ রকমারি মাছ সে দেশে পাঠাতে পারছেন না। ফলে মাছগুলিকে চৌবাচ্চায় খাবার এবং ওষুধ দেওয়ার ফলে খরচ বাড়ছে। সেগুলি আকারেও বেড়ে যাচ্ছে।

    রঙিন মাছ ব্যবসায়ী প্রদীপ পাল বলেন, ‘‘গত দু’দিন ইন্টারনেট বন্ধ থাকার কারণে ওই দেশের ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। তবে আজ সকালে কথা হয়েছে। সব এজেন্ট অশান্তির কারণে মাছ পাঠাতে বারণ করেছেন। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, তা বোঝা যাচ্ছে না। এর ফলে পুজোর মুখে ব্যবসায় বড় ক্ষতি হয়ে গেল।’

    আর এক ব্যবসায়ী ঋতম পাল বলেন, ‘‘অক্টোবর পর্যন্ত রঙিন মাছ রফতানি করা যায়। তার পর শীত পড়ে গেলে মাছ মরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’’ রঙিন মাছ ব্যবসায়ীরা চাইছেন, দ্রুত নেপালে দেশে শান্তি ফিরে আসুক। তা হলে ফের চালু হতে পারে ব্যবসা।
  • Link to this news (আনন্দবাজার)