একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে এ বার নবান্নকে ঘিরে যে কোনও মিছিল বা বিক্ষোভ কর্মসূচির ক্ষেত্রে জায়গা নির্দিষ্ট করে দিল হাওড়া সিটি পুলিশ। সেই সঙ্গে এমন কর্মসূচিতে সর্বাধিক কত জন যোগ দিতে পারবেন, তা-ও বেঁধে দেওয়া হয়েছে। সিটি পুলিশের তরফে জানানো হয়েছে, মন্দিরতলা বাস স্ট্যান্ড, বঙ্কিম সেতুর নীচে এবং সাঁতরাগাছি বাস স্ট্যান্ড— এই তিন জায়গাতেই শুধুমাত্র এমন সভা করা যাবে।
গত দু’মাসে একের পর এক নবান্ন অভিযান ঘিরে চরম হয়রানিতে পড়ছিলেন হাওড়ার সাধারণ নাগরিকেরা। ক্ষতি হচ্ছিল মঙ্গলাহাটের ব্যবসায়ীদেরও। তাঁরা উচ্চ আদালতে যান। সেই মামলায় হাই কোর্ট নির্দেশ দেয়, সোম বা মঙ্গলবার হাটের দিন বিক্ষোভ-কর্মসূচি করা যাবে না।
এর পরেই পরিবেশকর্মী সুভাষ দত্ত জনস্বার্থ মামলা করে অভিযোগ করেন, বার বার নবান্ন অভিযানের ফলে হাওড়া শহর স্তব্ধ হয়ে যাচ্ছে। তার শুনানিতে বুধবার পুলিশের তরফে আদালতে দেওয়া নির্দেশিকায় জানানো হয়েছে, নবান্ন যে হেতু সর্বোচ্চ নিরাপত্তা বলয়ে মোড়া, তাই মিছিল করে নবান্নে যাওয়া যাবে না। মন্দিরতলা বাস স্ট্যান্ডে সর্বাধিক ২০০ জন লোক নিয়ে সমাবেশ করা যেতে পারে। বঙ্কিম সেতুর নীচে কর্মসূচিতে অংশ নিতে পারবেন সর্বাধিক ৫০০ জন। সাঁতরাগাছি বাস স্ট্যান্ডে সেই সংখ্যা পাঁচ হাজারের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে।