• প্রাথমিক: ৬ সপ্তাহে নির্দেশ নিয়োগের
    আনন্দবাজার | ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • গত এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট রাজ্যের প্রাথমিক শিক্ষক পদে প্রায় ২,২৩২ জনের চাকরির দরজা খুলে দিয়েছিল। কিন্তু তার পরেও কোনও নিয়োগ হয়নি। আজ সুপ্রিম কোর্ট রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদকে আগামী ছয় সপ্তাহের মধ্যে সেই নির্দেশ কার্যকর করে ডিএলএড প্রশিক্ষিতদের নিয়োগের নির্দেশ দিল।

    ২০২২ সালের ২৯ সেপ্টেম্বরে ১১,৭৬৫ প্রাথমিকের সহকারী শিক্ষক পদের নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল। তাতে ২০১৪ ও ২০১৭ সালের টেট উত্তীর্ণরা অংশ নিয়েছিলেন। মোট ৯,৫৩৩ জনকে নিয়োগ করা হয়। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশনের নির্দেশ ছিল, ডিএলএড বা ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনের প্রশিক্ষণ না থাকলে প্রাথমিকের চাকরি মিলবে না। ২০১৪ সালে টেট উত্তীর্ণদের মধ্যে যাঁদের ডিএলএড কোর্স করা ছিল না, তাঁরা ২০২০ থেকে ওই কোর্স করতে শুরু করেন। কিন্তু ২০২২-এর বিজ্ঞপ্তি জারির সময় তাঁরা প্রশিক্ষণ সম্পূর্ণ হওয়ার শংসাপত্র হাতে পাননি। তবে নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার আগে তাঁরা প্রশিক্ষণের শংসাপত্র হাতে পেয়ে গিয়েছিলেন। প্রাথমিক শিক্ষা পর্ষদ তাঁদের নিয়োগ করতে চাইলে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাতে সবুজ সঙ্কেত দেন। কিন্তু হাই কোর্টের ডিভিশন বেঞ্চ তা খারিজ করে দিয়েছিল। সুপ্রিম কোর্ট প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় বহাল রেখে চাকরির সুযোগ দেওয়ার নির্দেশ দেয়।

    প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই নির্দেশ এখনও কার্যকর না করায় চাকরিপ্রার্থীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আদালত অবমাননার মামলাও দায়ের হয়েছিল। অভিযোগ ওঠে, রাজ্য এখনও শূন্যপদ ঘোষণা করেনি। পর্ষদের আইনজীবী জয়দীপ গুপ্ত জানান, রাজ্যের সঙ্গে আলোচনা করে তা কার্যকর করার কাজ শুরু হবে। মামলাকারীদের আইনজীবীরা জানান, আলোচনার পরে ফের আদালতের দ্বারস্থ হতে হবে। তাই সময় বেঁধে দেওয়া হোক। বিচারপতি পি এস নরসিমহার বেঞ্চ ছয় সপ্তাহের মধ্যে রায় কার্যকর করার নির্দেশ দিয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)