• অবৈধ বালি তোলা রুখতে
    আনন্দবাজার | ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • অবৈধ বালি তোলা রুখতে কড়া পদক্ষেপের নির্দেশ দিল রাজ্য সরকার। শুক্রবার সব জেলা প্রশাসনগুলির সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব মনোজ পন্থ। সূত্রের দাবি, সেই বৈঠকেই অবৈধ বালি খাদানের গতিবিধি নিয়ন্ত্রণে বার্তা দেওয়া হয়েছে।

    বিশ্লেষকদের একাংশের মতে, এই ধরনের নির্দেশ অতীতে বহুবার দিয়েছে নবান্ন। কিন্তু তা যে ফলপ্রসূ হয়নি, এ দিনের নির্দেশ সেই ইঙ্গিতই করছে। পাশাপাশি, এমন একটা সময়ে আবারও এই নির্দেশ দেওয়া হয়েছে, যার কয়েকদিন আগেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অবৈধ বালি ব্যবসায়ীদের বাড়ি-অফিসে হানা দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী বছর বিধানসভা ভোটের আগে এমন পরিস্থিতি যে সুখকর নয়, তা বুঝেই হয়তো সতর্কবার্তা দেওয়া হয়েছে জেলা-কর্তাদের।

    সূত্রের দাবি, নির্দেশে বলা হয়েছে অবৈধ বালি খাদানগুলির কার্যকলাপ রুখতে চোখ-কান খোলা রাখতে হবে। বৈধ ভাবে লিজ় নেওয়া খাদানগুলির নিয়ন্ত্রণে একজানলা পদ্ধতি রয়েছে রাজ্যে।প্রসঙ্গত, গত সোমবারই কলকাতার বেহালা, রিজেন্ট পার্ক, সল্টলেকের পাশাপাশি দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা এবং নদীয়ার ২২টি জায়গায় হানা দিয়েছিলেন ইডি-র তদন্তকারী আধিকারিকেরা। নদী থেকে অবৈধভাবে বালি তুলে পাচারে রাজ্য পুলিশের কয়েকটি এফআইআর-এর ভিত্তিতে সেই তদন্ত শুরু হয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)