পরিযায়ী শ্রমিকদের পাকড়াও করে বাংলাদেশে পাঠানোর ঘটনায় কেন্দ্র ও দিল্লি পুলিশের কাছ থেকে বিস্তারিত তথ্য-সহ হলফনামা তলব করল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চের নির্দেশ, ১৯ সেপ্টেম্বরের মধ্যে হলফনামা জমা দেবে কেন্দ্র ও দিল্লি পুলিশ। তাতে নির্দিষ্ট ভাবে বলতে হবে, কোন জায়গা থেকে শ্রমিকদের বাংলাদেশে ‘পুশ ব্যাক’ করা হয়েছিল। নিজেদের বক্তব্য জানিয়ে বিস্তারিত হলফনামা দিতে হবে রাজ্যকেও। বিবাদী পক্ষের হলফনামার উত্তরে ২২ সেপ্টেম্বরের মধ্যে নিজেদের হলফনামা দেবেন মামলাকারীরা। মামলা গ্রহণযোগ্য কি না, সব পক্ষের হলফনামা দেখে স্থির হবে। পরের শুনানি ২৩ সেপ্টেম্বর।
এ দিন বাংলাদেশ পাঠিয়ে দেওয়া শ্রমিকদের পরিবারের কৌঁসুলি রঘুনাথ চক্রবর্তীর দাবি, দেশ থেকে বিতাড়নের নোটিস দেয়নি অভিবাসন দফতর। নাগরিকত্বের বিষয়ে অনুসন্ধান না করেই দু’দিনের মধ্যে ‘পুশ ব্যাক’ করা হয়েছিল। আইন অনুযায়ী, রাজ্যের থেকে ৩০ দিনের মধ্যে তথ্য না পেলে তবেই সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার আছে অভিবাসন দফতরের। এ ক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি। রাজ্যের কৌঁসুলি স্বপন বন্দ্যোপাধ্যায় জানান, পুলিশের অনুসন্ধান অনুযায়ী ওই শ্রমিকদের পরিবার তিন পুরুষ ধরে বীরভূমের পাইকরে বসবাস করে।