• কলকাতার ব্যবসায়িক প্রতিষ্ঠানে বাংলা সাইনবোর্ড বাধ্যতামূলক, নির্দেশ না মানলে ট্রেড লাইসেন্স বাতিল করবে কলকাতা পুরসভা
    আনন্দবাজার | ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • কলকাতার দোকানপাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাইনবোর্ডে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করেছে কলকাতা পুরসভা। পুর কর্তৃপক্ষের স্পষ্ট নির্দেশ, প্রতিটি প্রতিষ্ঠানের নাম সাইনবোর্ডে সবচেয়ে উপরের অংশে এবং বড় হরফে বাংলায় লেখা থাকতে হবে। যদি দেখা যায় কোনও প্রতিষ্ঠান এই নির্দেশ মানছে না, তা হলে তাদের ট্রেড লাইসেন্স বাতিল করা হবে। সম্প্রতি বিজেপিশাসিত কয়েকটি রাজ্যে বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর হামলার ঘটনা রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি করেছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই তৃণমূল বাংলা ভাষার মর্যাদা রক্ষায় সরব হয়। দলীয় অবস্থান অনুসারে পুরসভার তরফেও প্রশাসনে বাংলা ব্যবহারের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসেবে এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পুরসভা সূত্রে খবর।

    পুর কর্তৃপক্ষ জানিয়েছেন, দুর্গাপুজোর ব্যস্ত মরসুমে ব্যবসায়ীদের অতিরিক্ত চাপ না দিতে এখনই কোনও পদক্ষেপ করা হচ্ছে না। তবে কালীপুজোর পরে শহরের সর্বত্র পরিদর্শন চালানো হবে। সেই সময়ে যদি দেখা যায় কোনও দোকান বা ব্যবসায়িক প্রতিষ্ঠান বাংলা সাইনবোর্ড লাগায়নি বা নিয়ম অনুযায়ী তা লেখেনি, তা হলে তাদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়া হবে। এ প্রসঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, “যে সব ব্যবসায়ী বাংলা ভাষায় হোর্ডিং দেওয়ার কথা মানবেন না, তাঁদের ট্রেড লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। পুজোর সময় ব্যবসায়ীরা ব্যস্ত আছেন বলে কালীপুজোর পরে আমরা এই বিষয় নিয়ে পরিদর্শনে যাব।”

    মেয়রের এই বক্তব্যের পর থেকেই শহরের ব্যবসায়ী মহলে আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, বাংলা ভাষাকে অগ্রাধিকার দেওয়া একেবারেই স্বাভাবিক ও যৌক্তিক পদক্ষেপ। তবে অন্য দিকে, কিছু ব্যবসায়ী মনে করছেন, হঠাৎ করে পুরসভার এই নির্দেশিকা কার্যকর হলে তাদের বাড়তি চাপের মুখে পড়তে হবে। বিশেষ করে যে সব দোকানের বহু পুরনো সাইনবোর্ড রয়েছে, সেগুলি বদলাতে সময় ও অর্থ দুই-ই লাগবে। তবে পুরসভার দাবি, এই পদক্ষেপের লক্ষ্য ব্যবসায়ী মহলকে চাপে ফেলা নয়, বরং কলকাতার সাংস্কৃতিক ও ভাষাগত পরিচয়কে তুলে ধরা। পুরসভার এক আধিকারিক বলেন, “বাংলা এই শহরের প্রাণ। তাই সরকারি থেকে বেসরকারি, সর্বত্র বাংলার মর্যাদা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

    পুরসভার বিশেষ টিম কালীপুজোর পরে শহর ঘুরে এই নির্দেশিকা কার্যকর হচ্ছে কি না, তা খতিয়ে দেখবে। ফলে, এ বারের উৎসবের মরসুম শেষ হলে কলকাতার ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাইনবোর্ডে এক নতুন রূপ দেখা যেতে চলেছে— যেখানে বাংলা হবে শীর্ষে। গত সপ্তাহে কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে দোকানপাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে বাংলা ভাষায় সাইনবোর্ড বাধ্যতামূলক করার বিষয়ে সমর্থন জানান ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। সঙ্গে তিনি আবেদন করেছেন, বাংলায় দোকান বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম হরফের কোন মাপে হওয়া উচিত, সেই বিষয়টি নির্দিষ্ট করে দিক কলকাতা পুরসভা। এর ফলে উদ্যোগী হয়ে পুরসভা যে নির্দেশিকা জারি করেছে, তা সার্থক হবে। প্রসঙ্গত, শুক্রবার কলকাতা পুরসভার তরফে বিল্ডিং বিভাগের প্ল্যান দেওয়ার ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার শুরু হয়েছে। পাশাপাশি পুরসভার মাসিক অধিবেশনেও কাউন্সিলরদের বাংলায় প্রশ্ন করতে নির্দেশ দিয়েছেন চেয়ারপার্সন মালা রায়।
  • Link to this news (আনন্দবাজার)