• বাংলায় লেখা নকশা
    আনন্দবাজার | ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • কলকাতা পুরসভার ইতিহাসে এই প্রথম বাংলায় লেখা বাড়ির নকশা অনুমোদিত হল। শুক্রবার ‘টক টু মেয়র’ অনুষ্ঠানের শেষে মেয়র ফিরহাদ হাকিম জানান, ৬৭ নম্বর ওয়ার্ডের বোসপুকুর রোডে একটি বাড়ি তৈরিতে বাংলায় লেখা বাড়ির নকশা জমা পড়েছিল। পুর প্রশাসন তার অনুমোদন দিয়েছে। মেয়রের কথায়, ‘‘আমরা চাই, সাধারণ মানুষ বাড়ি তৈরিতে বাংলায় লেখা নকশা জমা দিন। আমরা তা অনুমোদন করব।’’ এ দিন মেয়র জানান, শহরের দোকানের নামফলকে বাংলায় নাম লেখা না থাকলে ট্রেড লাইসেন্স বাতিল হবে। এর সময়সীমা ৩০ সেপ্টেম্বর। কালীপুজোর পরে বিভিন্ন দোকানে পরিদর্শনে যাবে পুরসভা। নামফলকে বাংলা লেখা না থাকলে ব্যবস্থা নেওয়া হবে।
  • Link to this news (আনন্দবাজার)