• মাঠের গেটে তালা, পুজো নিয়ে উদ্বেগ উদ্যোক্তাদের
    আনন্দবাজার | ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • মাঠের ভিতরে দুর্গাপুজোর মণ্ডপ প্রায় অর্ধেক তৈরি হয়ে গিয়েছে। এরই মধ্যে পুজোর উদ্যোক্তাদের দাবি, মহেশতলা পুরসভার চেয়ারম্যানের উপস্থিতিতে গত ৯ সেপ্টেম্বর ওই মাঠের দু’টি গেটেই তালা দিয়ে দেওয়া হয়েছে। ফলে, বন্ধ মণ্ডপ তৈরির কাজ। ঘটনাটি মহেশতলা পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের। ওই ওয়ার্ডের কল্যাণ সমিতির পাশের মাঠে পুজো হয়ে আসছে গত ৭১ বছর ধরে। পুরসভা সেখানে কমিউনিটি হল তৈরি করতে চায়। যা নিয়ে তৈরি হয়েছে জটিলতা।

    ওই পুজোর অন্যতম উদ্যোক্তা বাপ্পা কর বললেন, ‘‘এ বার পুজোর ৭২তম বর্ষ। এই মাঠে পুরসভা কমিউনিটি হল তৈরি করতে চায়। যার বিরোধিতা করে হাই কোর্টে জনস্বার্থ মামলা করেছে উদ্বাস্তু উন্নয়ন সমিতি। হাই কোর্ট ওই মাঠে মণ্ডপ তৈরির অনুমতি দিয়েছিল গত ৩ সেপ্টেম্বর। তার পরে মণ্ডপের কাজ কিছুটা এগোয়। এখন হঠাৎ চেয়ারম্যানের উপস্থিতিতে গেটে তালা দিয়ে দেওয়া হয়েছে।’’ পুজো করার জন্য ফের আদালতের দ্বারস্থ হচ্ছেন উদ্যোক্তারা।

    সূত্রের খবর, গত ৩ সেপ্টেম্বর বিচারপতি অমৃতা সিংহ সব পক্ষের বক্তব্য শোনার পরে জানিয়ে দেন, যে হেতু পুজোর বেশি দিন বাকি নেই, ওখানে অস্থায়ী মণ্ডপ নির্মাণের অনুমতি দেওয়া হচ্ছে। তবে, জনস্বার্থ মামলার ভবিষ্যতের উপরে নির্ভর করবে পুজোর ভবিষ্যৎ। তৃণমূল বিধায়ক তথা পুর চেয়ারম্যান দুলাল দাস বলেন, ‘‘বিচারপতি বলেছেন, পুজো হবে, তবে অস্থায়ী মণ্ডপ করতে হবে।’’ পুজো কমিটির সম্পাদক শিবপ্রসাদ দাস বলেন,‘‘জনস্বার্থ মামলাটি ডিভিশন বেঞ্চে রয়েছে এবং ৮ তারিখে শুনানির দিন থাকলেও তা হয়নি। পরবর্তী শুনানির অপেক্ষা করছি। সেই অনুযায়ী সিদ্ধান্ত হবে।’’
  • Link to this news (আনন্দবাজার)