ফিডে গ্র্যান্ড সুইস দাবায় হারের হ্যাটট্রিক বিশ্বচ্যাম্পিয়ন ডি. গুকেশের। উজ়বেকিস্তানের সমরখন্দে তিনি হারলেন তুরস্কের ১৬ বছর বয়সি গ্র্যান্ড মাস্টার এডিজ় গুরেলের কাছে।
আমেরিকার অভিমন্যু মিশ্র এবং গ্রিসের নিকোলাস থিয়োডরুর কাছে এর আগে হেরেছিলেন গুকেশ। বৃহস্পতিবার গ্র্যান্ড সুইস দাবায় এডিজ়ের বিরুদ্ধে সপ্তম রাউন্ডে হারের পরে গুকেশকে দেখা গিয়েছে হতাশায় মাথায় হাত দিতে বসে রয়েছেন।
শুক্রবার অবশ্য অষ্টম রাউন্ডে তিনি ড্র করেন দিব্যা দেশমুখের সঙ্গে। দু’জনেরই ১৯ বছর বয়স। এক জন বিশ্ব চ্যাম্পিয়ন। আর এক জন মেয়েদের দাবা বিশ্বকাপে চ্যাম্পিয়ন। ফলে দাবাপ্রেমীদের নজর ছিল এই লড়াইয়ে। সেখানে অবশ্য প্রায় ছ’ঘন্টা খেলার পরেও মীমাংসা হয়নি। ১০৩ চালের পরে ড্র হয়। গুকেশের পয়েন্ট দাঁড়াল ৩.৫ ও দিব্যার ৪।
দুরন্ত ছন্দে নিহাল সরিন। তিনি ইরানের পারহাম মাগসুদলুকে হারিয়ে জার্মানির মাথিয়াস ব্লুবাউমের সঙ্গে যৌথ ভাবে শীর্ষ ছিলেন সপ্তম রাউন্ডে। এ দিন নিহাল মাত্র ২১ চালের পরে মাথিয়াসের সঙ্গে ড্র করেন। দু’জনেরই পয়েন্ট এখন ৬। একই সঙ্গে যুগ্ম ভাবে দ্বিতীয় স্থানে থাকা অর্জুন এরিগাইসি ও শান্ট সার্গিয়ানের ম্যাচও ড্র হয়েছে। দু’জনেরই পয়েন্ট এখন ৫।