সুপার কাপে খেলতে রাজি ইস্টবেঙ্গল, মোহনবাগান-সহ ১২টি দল, বিজয়ীরা পাবে এশীয় মঞ্চে খেলার সুযোগ
আনন্দবাজার | ১৩ সেপ্টেম্বর ২০২৫
সুপার কাপ নিয়ে চিন্তা কমল ফেডারেশনের। আইএসএলের একটি ক্লাব ছাড়া সকলেই এই প্রতিযোগিতার খেলার ব্যাপারে রাজি হয়ে গিয়েছে। পরের মাসে শুরু হবে সুপার কাপ। আইএসএলের ক্লাবগুলির পাশাপাশি আই লিগের তিনটি ক্লাব নিয়ে আয়োজন করা হবে প্রতিযোগিতা।
সাধারণত মরসুমের শেষে সুপার কাপ আয়োজিত হয়। তবে এ বার আইএসএল শুরু হতে ডিসেম্বর গড়িয়ে যাবে। ক্লাবগুলি যাতে প্রস্তুতি শুরু করে দিতে পারে, তাই সুপার কাপকে এগিয়ে আনা হয়েছে। সকল ক্লাবকেই যথেষ্ট সংখ্যক ম্যাচ দেওয়ার চেষ্টা চলছে।
ফেডারেশনের এক প্রতিনিধি সংবাদ সংস্থাকে বলেছেন, “ওড়িশা ছাড়া আইএসএলের ১২টি ক্লাবই সুপার কাপে খেলতে রাজি। আমরা আগামী দু’দিনের মধ্যে আবার ওদের নিশ্চয়তা দিতে অনুরোধ করেছি। তার পরেই প্রতিযোগিতা নিয়ে সব কিছু চূড়ান্ত হয়ে যাবে।” যদি আইএসএলের আর কোনও দল নাম তুলে নেয়, তা হলে আই লিগের অন্যান্য দলকে সুযোগ দেওয়া হবে বলে জানা গিয়েছে।
গত দু’বার সুপার কাপের বিজয়ী দল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর যোগ্যতা অর্জন পর্বে খেলার সুযোগ পেয়েছে। আগামী বারও তাই হবে। এই বিষয়টি জানতে চেয়ে ফেডারেশনকে চিঠি দিয়েছিল ইস্টবেঙ্গল। ফেডারেশন সেই ব্যাপারটি ব্যাখ্যা করে দিয়েছে। তবে চ্যাম্পিয়ন্স লিগ ২-এ খেলতে হলে প্রিমিয়ার লিগ ১ লাইসেন্স থাকতে হবে সংশ্লিষ্ট ক্লাবের।