• টলিপাড়ার পরিচালকদের মামলা খারিজ, দ্বন্দ্ব অমীমাংসিত
    বর্তমান | ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টলিপাড়ার দ্বন্দ্ব নিয়ে মামলা অবশেষে খারিজই করে দিলেন বিচারপতি অমৃতা সিনহা। তাঁর পর্যবেক্ষণ, এই সমস্যার সমাধান এখানে সম্ভব নয়। আদালত চেয়েছিল রাজ্য এই সমস্যার সমাধান করুক। কিন্তু তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রধান সচিব সমস্যার সমাধান করতে সক্ষম নন। এই পরিস্থিতিতে মামলাগুলি খারিজ করা ছাড়া আদালতের কাছে অন্য রাস্তা খোলা নেই। যদিও ফেডারেশনের বিরুদ্ধে দুটি আদালত অবমাননার মামলা দায়ের হয়েছিল। ওই মামলাগুলিতে সংশ্লিষ্ট পক্ষকে নোটিশ দেওয়ার পাশাপাশি ১৭ নভেম্বর হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা।

    ফেডারেশনের বিরুদ্ধে ১৩ জন পরিচালকের দায়ের করা এই মামলায় সব পক্ষের সঙ্গে আলোচনা করে প্রধান সচিবকে একটি কমিটি গড়ে সমস্যার সমাধানের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। গত ৮ সেপ্টেম্বরের মধ্যে কমিটির সদস্যদের নাম জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। পরিচালকদের তরফে তিনটি নাম দেওয়া হয়। কিন্তু ফেডারেশনের তরফে কমিটির সদস্য হিসাবে ২৪ জনের নামের তালিকা জমা দেওয়া হয়। কিন্তু শেষপর্যন্ত সমস্যার সমাধান হল না। এই প্রসঙ্গে মামলাকারী পরিচালক সুদেষ্ণা রায় বলেন, আমরা আইনজীবীর সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ ঠিক করব।
  • Link to this news (বর্তমান)