• খুচরো মূল্যবৃদ্ধি ফের ঊর্ধ্বমুখী হলো অগস্টে
    এই সময় | ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে অগস্টে পণ্যের খুচরো দরে মূল্যবৃদ্ধির হার বেড়েছে। জুলাইয়ে আট বছরের সর্বনিম্ন ১.৬১ শতাংশ থেকে বেড়ে অগস্টে পণ্যের খুচরো দরে মূল্যবৃদ্ধির হার ২.০৭ শতাংশ হয়েছে। আনাজ, মাংস ও মাছের দাম বাড়ার কারণেই সার্বিক ভাবে খুচরো মূল্যবৃদ্ধি উর্ধ্বমুখী হয়েছে বলে শুক্রবার কেন্দ্রের প্রকাশিত তথ্য জানান দিচ্ছে।

    ২০২৪ সালের অগস্টে পণ্যের খুচরো দরে মূল্যবৃদ্ধির হার ৩.৬৫ শতাংশ ছিল। কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালের অগস্টের তুলনায় চলতি বছরের অগস্টে খাদ্যপণ্যের বার্ষিক দর (-) ০.৬৯ শতাংশ হয়েছে। অগস্টে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির জন্য আনাজ, মাংস ও মাছ, তেল এবং স্নেহজাতীয় পণ্য, পার্সোনাল কেয়ার এবং ডিমের বর্ধিত দামকে দায়ী করা যেতে পারে বলে দপ্তরটি জানিয়েছে।

    গত মাসে জ্বালানি এবং বিদ্যুতের দর জুলাইয়ের ২.৬৭ শতাংশ থেকে কমে ২.৪৩ শতাংশ হয়েছে। একই সময়ে আনাজের দর জুলাইয়ের ২০.৬৯ শতাংশ থেকে কমে ১৫.৯২ শতাংশে দাঁড়িয়েছে। খাদ্যপণ্যের দর ওঠানামা করায় ২০২৫-২৬ অর্থবছরের শেষ ত্রৈমাসিক, অর্থাৎ জানুয়ারি-মার্চে পণ্যের খুচরো দরে মূল্যবৃদ্ধির হার বাড়তে পারে বলে অগস্টে ঋণনীতি ঘোষণার সময় জানিয়েছিল শীর্ষ ব্যাঙ্কটি।
  • Link to this news (এই সময়)