সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন্মলগ্ন থেকেই বিতর্কে বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য বেঙ্গল ফাইলস’। কখনও বাংলার ইতিহাস বিকৃত করার অভিযোগে চর্চার শিরোনামে উঠে এসেছে এই ছবি তো কখনও বা আবার প্রোপাগান্ডা সিনেমা তৈরির অভিযোগে বিদ্ধ হয়েছেন পরিচালক। বক্স অফিসেও মন্দা বাজার। এবার খুদে দর্শকদের ‘দ্য বেঙ্গল ফাইলস’ দেখানোয় বিবেক অগ্নিহোত্রীকে একহাত নিলেন ধ্রুব রাঠি।
কোনওরকম রেয়াত না করেই পরিচালককে ভর্ৎসনা করে জনপ্রিয় ইউটিউবারের প্রশ্ন, “আপনি সত্যিই একটা প্রাপ্তবয়স্ক সিনেমা বাচ্চাদের দেখাচ্ছেন? এটা তো অপরাধ বলে গণ্য হওয়া উচিত। এত রক্তপাত, হিংস্রতা দেখিয়ে আপনি তো ওদের শৈশবটাকে নষ্ট করে দিচ্ছেন।” গন্ডগোলের সূত্রপাত, বিবেক অগ্নিহোত্রীর এক পোস্ট থেকে। হলভর্তি লোকের ছবি শেয়ার করে পরিচালক সোশাল মিডিয়ায় ফলাও করে লিখেছিলেন, ‘এই একটা ছবিতেই সব উত্তর রয়েছে।’ আর সেই ফ্রেমেই ধরা পড়ে প্রাপ্তবয়স্ক দর্শকদের সঙ্গে কচিকাঁচাদের মুখ। যা দেখে অনেকেই রীতিমতো স্তম্ভিত! কারণ রক্তাক্ত ট্রেলার-টিজারে সিনেমার একাধিক দৃশ্যে হিংসা ফুটে উঠেছে। ফলত, এহেন হিংসা, রক্তপাত দেখে বাচ্চাদের মনে তার প্রভাব পড়ার আশঙ্কা রয়েই যায়। সেই প্রেক্ষিতেই বিবেক অগ্নিহোত্রীকে কটাক্ষ ধ্রুব রাঠির।
প্রসঙ্গত, সেন্সর বোর্ডের তরফে A সার্টিফিকেট পেয়েছে ‘দ্য বেঙ্গল ফাইলস’। স্বাভাবিকভাবেই কোনও খুদে দর্শকদের জন্য এই সিনেমা যে নয়, সেটা স্পষ্ট করে দেওয়া ওই ছাড়পত্রে। কিন্তু তার পরও কেন ১৮ বছরের থেকে কমবয়সি দর্শকদের এই ছবি দেখানো হল? প্রশ্ন তুলে পরিচালক বিবেককে তুলোধনা ধ্রব রাঠির। এদিকে বাংলার ইতিহাস বিকৃত করা সিনেমা রাজ্যে মুক্তি না পেলেও বাঙালি দর্শককে দেখাতে মরিয়া বিবেক অগ্নিহোত্রী! খবর, শনিবার কলকাতায় ন্যাশনাল লাইব্রেরিতে ‘দ্য বেঙ্গল ফাইলস’ দেখানোর আয়োজন করেছে বিজেপি ঘনিষ্ঠ সংগঠন ‘খোলা হাওয়া’। জানা গেল, স্ক্রিনিংয়ে উপস্থিত থাকবেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী এবং তাঁর স্ত্রী তথা ছবির অন্যতম অভিনেত্রী পল্লবী যোশি।